• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    স্বল্প পুঁজি নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের নাস্তানাবুদ করে ভারতের জয়

    স্বল্প পুঁজি নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের নাস্তানাবুদ করে ভারতের জয়    

    গ্রুপ পর্ব, নিউ ইয়র্ক (টস - পাকিস্তান/বোলিং)
    ভারত - ১১৯, ১৯ ওভার  (পান্ট ৪২, অক্ষর ২০, রোহিত ১৩, নাসিম ৩/২১, হারিস ৩/২১, আমির ২/২৩)
    পাকিস্তান - ১১৩/৭, ২০ ওভার (রিজওয়ান ৩১, , ইমাদ ১৫, ফাখার ১৩, বুমরাহ ৩/১৪, হার্দিক ২/২৪, অক্ষর ১/১১)
    ফলাফল - ভারত ৬ রানে জয়ী


     

    আরও একটি বিশ্বকাপ ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে ভারতের আরও একটি জয়। নাসাউ কাউন্টির মন্থর পিচে ভারতের ব্যাটিং ধসের পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখতে থাকা পাকিস্তানকে যেন ভারত সেই বাস্তবতাটাই বুঝিয়ে দিল আরেকবার। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন সংগ্রহ ডিফেন্ড করার রেকর্ড গড়ে ভারত তাই হাসল শেষ হাসি।

    ১২০ রানের লক্ষ্যে পাকিস্তানের শুরুটা ছিল বেশ সাবধানী। সেই সাথে ভারতও যেন ফিল্ডিংয়ে তাদের প্রতি সদয় হচ্ছিল! বাবর আজমের কঠিন এক ক্যাচ পড়ল। তবে শিভাম দুবে যেই ক্যাচটা ফেলে রিজওয়ানকে জীবন দিয়েছিলেন ভারতের ফিল্ডিংয়ে সেটা সচরাচর দেখা যায় না। বাবরের মিসটার অবশ্য মাশুল গোণার কোনো সুযোগ না রেখে জাসপ্রিত বুমরাহ তাকে থামান ১৩ রানে। পাওয়ারপ্লেতে ৩৫ রান এলে পাকিস্তান খোলস থেকে বের না হয়ে রয়েসয়েই খেলে যাচ্ছিল। অবশ্য তেড়েফুঁড়ে আক্রমণে যাওয়ার কোনো প্রয়োজনও ছিল না।

    অনেকটা তাদের বাধ্য করতেই হার্দিককে আক্রমণে আনা হলে আবারও বাউন্সারের দারুণ ব্যবহার দেখান তিনি। মাঝে অক্ষরের কাছে স্টাম্প খুইয়ে উসমান ফিরলে এরপর বের হয়ে এসে ফাখার খেলার চেষ্টা করলে বাউন্সারে তাকে কাবু করেন হার্দিক। দুজনেই ১৩ রানে ফিরলেও পাকিস্তানের স্কোরবোর্ডে খুব একটা ঝামেলা তখনও হয়নি। ১১-১৫ ওভারের ওই সময়টাতেই অবশ্য এরপর ভারত খেলায় ফেরে। দুই উইকেটের পরিক্রমায় সুযোগ বুঝে রোহিত ফেরান বুমরাহকে। ফিরেই দারুণ এক ভেতরে ঢোকা ডেলিভারিতে প্রথম বলেই ৪৪ বলে ৩১ রানে থাকা রিজওয়ানের স্টাম্প উপড়ে ফেলেন বুমরাহ। ম্যাচে শক্তভাবে ফেরত এসে সেখান থেকেই ভারত চেপে বসে।

    উইকেটে থাকা শাদাবকে মোকাবেলা করতে এরপর অক্ষরকে ফেরানো হলেও ইমাদকে বোকা বানিয়ে দারুণ এক ওভার করেন অক্ষর। সেই চাপ কাজে লাগিয়ে এরপর আরও এক দারুণ বাউন্সারে শাদাবকে ফেরান হার্দিক। অন্য প্রান্তে রীতিমত ধুঁকতে থাকা ইমাদের বিদায়টা যেন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। চাপে পড়ে ইফতিখারও বড় শট খেলতে ব্যর্থ হচ্ছিলেন। তবে ১৯-তম ওভারে এসে দুজনকে নিশ্চুপ রেখে অসাধারণ বোলিংয়ে নিজের জাত চেনালেন বুমরাহ; সেই সাথে শেষ বলে থামালেন ইফতিখারকে। মাত্র ১৪ রান দেওয়া স্পেলটায় বুমরাহ প্রায় একাই ভারতের দিকে ম্যাচের পাল্লা ঘুরিয়ে দিয়েছেন বলা যায়। শেষ ওভারের প্রথম বলেই এরপর ২৩ বলে ১৫ রান করা ইমাদকে আরশদীপ ফেরালে ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। শেষে নাসিম দুই চার মেরে চেষ্টা করলেও ভারত তাই জয় বের করে ফেলে।

    এর আগে বৃষ্টিতে টস হতে দেরি হওয়ার পর খেলা শুরু হলেও ভারত ৮ রান তুলতেই আবারও বাধ সাধে আবহাওয়া। তবে ক্ষণিকের সেই বিরতি যেন পাকিস্তানের যেন বয়ে আনে লড়াইয়ের দমকা হাওয়া। খেলা শুরু হওয়ার পরেই থামেন ওপেন করতে নামা কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেই পাকিস্তানের বিপক্ষে কোহলির আজকের আগে গড় ছিল ৩০৮, সেই তিনিই অফ স্টাম্পের বহু বাইরের এক বল তাড়া করে কাভারে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে মাত্র ৪ রানে ফিরলেন নাসিমের শিকার হয়ে। অন্য প্রান্তে বড় ছয়ে ঝড়ের ইঙ্গিত দেওয়া রোহিতও একটু পরেই ডিপ স্কয়্যার লেগে শাহীনের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন ১৩ রানে। বিস্ময়কর এক সিদ্ধান্তে চারে এরপ অক্ষরকে পাঠানো হলে তাকে নিয়ে পান্ট ভালোই সামাল দিচ্ছিলেন শুরুর ধাক্কা। দুজনে মিলে পাওয়ারপ্লেতে ৫০ রান তুলে ফেলেন।

    নাসিম শাহর সোজা বল মিস করে অক্ষর ১৮ বলে ২০ রানে এরপর থামলেও অবিচল ছিলেন পান্ট। দশম ওভারে হারিসকে টানা তিন চার মেরে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তার জবাব দিয়ে পান্ট শক্ত বার্তাই দিয়েছিলেন। তবে বাবরের অধিনায়ক সত্ত্বা এদিন যেন অন্য পরিকল্পনা সাজিয়েই বসেছিলেন। উইকেটে আসা সূর্যকুমার বা পান্টের দুজনেই যে হারিসের সেই গতি ব্যবহার করতে চাইবেন সেটা ঠাহর করে ঠিকই তার ওপর আস্থা রাখলেন। আস্থার প্রতিদান দিয়ে নিজের পরের ওভারেই সূর্যকুমারকে থামালেন ৭ রানেই। সেখান থেকেই ভারত আর ফিরতে পারেনি।

    শিকারের ঘ্রাণ পেয়ে খুনে পাকিস্তানি পেসাররা ছিন্নভিন্ন করে ফেলে ভারতের ব্যাটিং লাইনআপ। দিন জুড়েই দুর্দান্ত বল করা নাসিম এরপর ফিরতি ক্যাচে থামান দুবেকে। নাসিমের পর ভাগ্য খোলে আমিরের। এর আগে তার বলে দুবার পান্ট জীবন পেয়েছিলেন; সেটাও ষষ্ঠ ওভারে পান্ট কিছু বুঝে ওঠার আগেই। শেষ হাসি হেসে মিড অফ উঠিয়ে এনে পান্টকে ফাঁদে ফেলে তার ৩১ বল ৪২ রানের ইনিংসের ইতি টানেন আমির। পরের বলেই জাদেজাকেও প্যাভিলিয়নের পথ দেখান এই বাঁহাতি পেসার। মাত্র ৭ রানের ব্যবধানেই ৪ উইকেট হারিয়ে বসে ভারত! শেষ ভরসা হিসেবে হার্দিক উইকেটে থাকলেও হারিসের গতির কাছে হার মেনে ১২ বলে ৭ রানে তিনি থামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। আরশদীপের রান আউটে ইনিংস শেষ হয়ে ভারত গুটিয়ে যায় ১১৯ রানে। তবে সেই রানও তাড়া করতে না পেরে টানা দুই হারে পাকিস্তান এখন গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফেরার শঙ্কায় পড়ে গিয়েছে।