আম্পায়ারিং নিয়ে হৃদয়ের ক্ষোভ, দায় নিলেন নিজের ওপর
্লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বেরিইয়ে যাওয়া বলটা আউট দিয়ে দিলেন আম্পায়ার। ওদিকে বল প্যাডে লেগে বাউন্ডারি হয়ে গেছে। মাহমুদউল্লাহ রিভিউ নিয়ে বেঁচে গেলেন ঠিকই, তবে বল আগেই ডেড হয়ে যাওয়ায় ওই ৪ রান যোগ হলো না। ম্যাচ শেষে ওই ৪ রানেই হেরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে রাখঢাক না করে তাওহীদ হৃদয় এখানে নিজের কথা বললেন।
ম্যাচ শেষে হৃদয় সরাসরিই বলেছেন, এমন সিদ্ধান্ত দুঃখজনক, 'ওই সময় এমন সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। ওই সময় চার রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আম্পায়ার কল দিয়েছেন, তারা মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও দুয়েকটা ওয়াইডও দেওয়া হয়নি। এরকম লো স্কোরিং ম্যাচে, এরকম এক দুইটা আউটই পার্থক্য গড়ে দিতে পারে। আর নিয়মের ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই। এটা আইসিসির সিদ্ধান্ত। কিন্তু ওই সময় এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।'
তবে ম্যাচ হারের জন্য সাকিব বা শান্তর আউট নয়, নিজের ওপরেই নিলেন দায়, 'ম্যাচ হেরে গেছি আমার আউটে। ওই সময় আমি যদি ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। সাকিব ভাই, শান্ত ভাই তো অনেক আগেই আউট হয়ে গেছে।'