• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    গ্রুপ চ্যাম্পিয়ন হলেও যে কারণে ডি২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ

    গ্রুপ চ্যাম্পিয়ন হলেও যে কারণে ডি২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ    

    সুপার এইটের দুয়ারে বাংলাদেশ। জিতলেই উঠে যাবে পরের রাউন্ডে; তবে নেপালের সাথে হারলেও থাকছে সম্ভাবনা। এখানে অবশ্য একটা প্রশ্ন আসছে - নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কি ডি১ হিসেবে পরের রাউন্ডে যেতে পারবে বাংলাদেশ? মোটা দাগে প্রশ্নটার উত্তর না।

    টুর্নামেন্ট শুরুর আগেই আসলে চূড়ান্ত হয়ে গিয়েছে বিভিন্ন গ্রুপের সিডিং। সেই অনুযায়ী দলগুলো পরের রাউন্ডে গেলে সুপার এইটে তাদের গ্রুপ নির্ধারিত হবে সেই সিডিং অনুযায়ী।

     

    গ্রুপ এ: ভারত (এ১), পাকিস্তান (এ২)
    গ্রুপ বি: ইংল্যান্ড (বি১), অস্ট্রেলিয়া (বি২)
    গ্রুপ সি: নিউজিল্যান্ড (সি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২)
    গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা (ডি১), শ্রীলঙ্কা (ডি২)

     

    এখানে প্রশ্ন হচ্ছে, আগে থেকেই সিডিং পেয়ে যাওয়া দলগুলো বাদ পড়ে গেলে কী হবে? যেটা ইতিমধ্যেই পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ভাগ্যে লেখা হয়ে গিয়েছে। এই নিয়মেই আসলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেও পরের রাউন্ডে ডি২ হিসেবে যাবে বাংলাদেশ। মূলত যে দল বাদ পড়ে যাবে ও যে দল পরের রাউন্ডে যাবে তাদের বাদ করে, সেই দলটা বাদ পড়ে যাওয়া দলের পূর্ব নির্ধারিত সিডিংয়ের জায়গা দখল করবে।

    এ২ হিসেবে তাই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করেছে, আফগানিস্তান নিশ্চিত করেছে সি১ হিসেবে। বাংলাদেশ তাই সুপার এইটে গেলে যাবে ডি২ হিসেবে। সেই ক্ষেত্রে সুপার এইটে তারা মুখোমুখি হবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে।