• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দৌড়ে এগিয়ে কারা

    টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দৌড়ে এগিয়ে কারা    

    টি-টোয়েন্টি বিশ্বাপের এবারের আসরে বোলারদের রাজত্ব চলছে সীমানার দুই পারেই। যুক্তরাষ্ট্রে যতটা দাপট চলছে বোলারদের, সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজে অবশ্য ভারসাম্যপূর্ণ ক্রিকেট চলছে। সেখানে অবশ্য রাজ করছে আফগানরা। নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে তিন ম্যাচেই জয় পেয়েছে আফগানরা; প্রতিটা জয়ী এসেছে দাপটের সাথে। বল হাতে আফগানরা বরাবরই সমীহ জাগানিয়া। তবে এবার ব্যাট হাতেও কঠিন উইকেট গুলোতে হেসেছেন তাদের ব্যাটাররা। বলা ভালো হেসেছেন উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

    অন্যদিকে অস্ট্রেলিয়ানরা ব্যাট হাতে নিজেদের মেলে ধরেই চলেছেন। অবশ্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মার্কাস স্টয়নিস যেন নিজেকে প্রমাণ করতে বদ্ধপরিকর এবার। সব মিলিয়ে রানের দৌড়ে কারা এগিয়ে সেটাই দেখে নিন।  

     

    রহমানউল্লাহ গুরবাজ

    ম্যাচ: ৩
    রান: ১৬৭
    ব্যাটিং গড়: ৫৫.৬৬
    স্ট্রাইক রেট: ১৫৪.৬২
    সর্বোচ্চ: ৮০

    মার্কাস স্টয়নিস

    ম্যাচ: ৪
    রান: ১৫৬
    ব্যাটিং গড়: ৭৮.০০
    স্ট্রাইক রেট: ১৯০.২৪
    সর্বোচ্চ: ৬৭*

    ট্রাভিস হেড

    ম্যাচ: ৪
    রান: ১৪৮
    ব্যাটিং গড়: ৪৯.৩৩
    স্ট্রাইক রেট: ১৫৭.৪৪
    সর্বোচ্চ: ৬৮

    অ্যারন জোনস

    ম্যাচ: ৩
    রান: ১৪১
    ব্যাটিং গড়: ৪০.৫০
    স্ট্রাইক রেট: ১৬০.২২
    সর্বোচ্চ: ৯৪*

    ব্র্যান্ডন ম্যাকমালেন

    ম্যাচ: ৪
    রান: ১৪০
    ব্যাটিং গড়: ৭০.০০
    স্ট্রাইক রেট: ১৭০.৭৩
    সর্বোচ্চ: ৬১*