• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার কারা

    সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার কারা    

    সুপার এইটের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের সুপার এইটের ঐতিহাসিক ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড কেটেলবোরা। আম্পায়ার নিয়ে অবশ্য এবারের আসরে বেশ চিন্তায় আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর তো আম্পায়ারিং, আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট সমালোচকরাও। সেই ম্যাচগুলোতে তাই হয়ত বাড়তি নজর থাকবে আইসিসির। এক নজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচে বাংলাদেশ কাকে আম্পায়ার হিসেবে পাচ্ছে।
     

    অস্ট্রেলিয়া-বাংলাদেশ

    মাঠের আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, মাইকেল গফ
    টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা
    মাচ রেফারি: রিচি রিচার্ডসন


    ভারত-বাংলাদেশ

    মাঠের আম্পায়ার: মাইকেল গফ, এড্রিয়ান হোল্ডস্টক
    টিভি আম্পায়ার: ল্যাংটন রুসের
    মাচ রেফারি: রঞ্জন মাদুগালে


    আফগানিস্তান-বাংলাদেশ

    মাঠের আম্পায়ার: ল্যাংটন রুসের, নিতিন মেনন
    টিভি আম্পায়ার: এড্রিয়ান হোল্ডস্টক
    ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন