• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা

    গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা    

    দুর্দান্ত শুরু করে আফগানিস্তান সুপার এইটে জায়গা করে নেওয়ার পর শেষটায় অবশ্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকানিচুবানি খেয়েছে রীতিমত। তার আগ পর্যন্ত প্রতিটা দলকেই যেভাবে নিষ্পেষণ করে জয় তুলে নিয়েছিল আফগানরা সেটাও অবশ্য প্রশংসার দাবিদার। বোলারদের বিশ্বকাপে সেটার জন্য তাদের ব্যাটারদেরও তাই সাধুবাদ প্রাপ্য, বলা চলে রহমানউল্লাহ গুরবাজকে সেই ধন্যবাদটা আলাদা করে দিতে হয়।

    গ্রুপ পর্ব তিনি শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। অন্যদিকে ইংল্যান্ডকে বিদায় দেওয়া নিয়ে বিভিন্ন মন্তব্য করে বিপদে পড়লেও সব ম্যাচ জিতেই সুপার এইটে গিয়েছে অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই রান সংগ্রাহকদের তালিকায় তাই আফগানদের পাশাপাশি অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। সেই সাথে আফগানদের সাথে বিস্ফোরক ইনিংস খেলে আসরে নিজের কর্তৃত্ব বিস্তার করার ইঙ্গিত দিয়ে তালিকায় চলে এসেছেন নিকোলাস পুরান।

    এক নজরে দেখে নিন ব্যাটের লড়াইয়ে দাপট দেখিয়ে গ্রুপ পর্ব শেষ করেছেন কারা।