• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি কারা

    গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি কারা    

    বিশ্বকাপের আগে রান বন্যার আশা যারা ছিলেন তাদেরকে পুরোপুরি হতভম্ব করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব হয়ে উঠেছিল স্বর্গরাজ্য। পেসারদের দাপটে ক্রিকেট যেন ফিরে গিয়েছিল নব্বইয়ের দশকে। উইকেট নিয়ে অভিযোগ কম ওঠেনি। তবে সাবেক ক্রিকেটার, সমালোচকরা এটাও এক বাক্যে মেনে নিয়েছেন - অনেকদিন পর ব্যাটে-বলের লড়াইয়ে দেখা মিলল বেশ কিছু থ্রিলারের।

    সেই সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তান প্রথম তিন ম্যাচে ছড়ি ঘুরিয়েছিল প্রতিপক্ষদের ওপর, বড় জয়ে নিউজিল্যান্ডকেও বাড়ির পথ দেখিয়েছিল তারা। আর আফগানদের সাফল্যের নেপথ্যে ছিলেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকী; রীতিমত দুষ্পাঠ্য ছিলেন তিনি। টুর্নামেন্টের শেষ দিকে নিজেকে খুঁজে পেয়ে নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ট্রেন্ট বোল্টও উইকেটের মাঝেই ছিলেন। উইকেট শিকারিদের তালিকায় আছেন একজন বাংলাদেশিও - দুর্দান্ত স্পেলে বাংলাদেশকে সুপার এইটে নিয়ে গিয়ে তানজিম হাসান সাকিব আসরে নিজেকে চেনাচ্ছেন আলাদা করেই।

    এক নজরে দেখে নিন কারা আছে উইকেট শিকারিদের শীর্ষ পাঁচের ভেতর।