• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    শান্ত, হৃদয়ের প্রচেষ্টায় বাংলাদেশের সংগ্রহ ১৪০

    শান্ত, হৃদয়ের প্রচেষ্টায় বাংলাদেশের সংগ্রহ ১৪০    

    সুপার এইট, নর্থ সাউন্ড (টস - অস্ট্রেলিয়া/ফিল্ডিং)
    বাংলাদেশ - ১৪০/৮, ২০ ওভার (শান্ত ৪১, হৃদয় ৪০, লিটন ১৬, কামিন্স ৩/২৯, জাম্পা ২/২৪, ম্যাক্সওয়েল ১/১৪)


    শুরুতেই বাংলাদেশকে এদিন নাড়িয়ে দেন একাদশে ফেরা স্টার্ক। তৃতীয় বলেই তার দ্রুতগতির বল স্টাম্পে ডেকে এনে রানের খাতা খোলার আগেই ফেরেন তানজিদ হাসান তামিম। সেখান থেকে এদিন রানে ফিরতে বদ্ধপরিকর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত দলকে পথ দেখান। হেজলউডকে বেরিয়ে এসে লং অন দিয়ে ছয় মেরে হাত খুলে খেলার ইঙ্গিত দেন শান্ত। তবে দুই পেসারকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল লিটনকে। ব্যাটে-বলে হলেও জায়গা বের করতে না পারা লিটন এক সময় ১১ বলে ছিলেন ১ রানে! তবে শান্তর বদৌলতে পাওয়ারপ্লেতে ৩৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।


     পাওয়ারপ্লের পর অবশ্য কুড়ি থেকে ফুল হয়ে ফোটার আগেই এই জুটি ভেঙে দেন আক্রমণে আসা জাম্পা। এই লেগ স্পিনারের কাছে স্টাম্প খুইয়ে ২৫ বলে ১৬ রানে থামেন ধুঁকতে থাকা লিটন। ৪৮ বলে ৫৮ রানের জুটির পর বাতাসের সাহায্য নিয়ে জাম্পাকে নিষ্ক্রিয় করতেই এদিন চারে নামানো হয় রিশাদকে। তবে অন্যদিক থেকে ম্যাক্সওয়েলকে আক্রমণে আনা হলে তার কাছে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ২ রানেই থামেন রিশাদ। রিশাদের চারে নামার ফাটকাটা কাজে না এলে উইকেটে আসা হৃদয় খেলতে থাকেন আপন ছন্দে; নিয়মিত প্রান্ত বদলে মনোযোগ দিতে থাকেন। তবে অন্য প্রান্তে শান্ত কিছুটা অশান্ত হয়ে উঠলে জাম্পার বল পড়তে না পেরে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৩৬ বলে ৪১ রানে থামেন শান্ত।

    শান্ত ফিরলে বাংলাদেশের ইনিংস সেই অর্থে গতি পায়নি। এক প্রান্তে হৃদয় স্বাচ্ছন্দ্যে খেলতে থাকলেও অন্য প্রান্তে কেউই সুবিধা করতে পারেননি। যেই স্টয়নিসের স্লোয়ার পড়তে না পেরে আকাশে বল ভাসিয়ে তার ফিরতি ক্যাচে ফিরেছিলেন সাকিব, সেই স্টয়নিসকেই পরে টানা দুই ছয় মেরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন হৃদয়। তবে শেষদিকে এসে স্লোয়ার আর ক্রস-সিম ডেলিভারির দুর্দান্ত প্রদর্শনীতে হাঁটে হাড়ি ভেঙে দেন। মাহমুদউল্লাহ তার বল স্টাম্পে ডেকে ফেরার পরের বলেই একাদশে প্রথম আসা শেখ মাহেদী থার্ড ম্যানে ক্যাচ দিয়ে থামেন। শেষ ওভারের প্রথম বলেই হৃদয় স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিলে আসরের প্রথম ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক পেয়ে যান কামিন্স। এর আগে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে এই কীর্তি ছিল ব্রেট লি-এর, সেটাও ছিল বাংলাদেশের বিপক্ষেই। কামিন্সের হ্যাটট্রিক সামলে শেষদিকে ৭ বলে ১৩* রানের ক্যামিওতে বাংলাদেশকে লড়াইয়ের রসদ এনে দিয়েছিলেন তাসকিন।