• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    সেমি-ফাইনালের জন্য বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ কী

    সেমি-ফাইনালের জন্য বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ কী    

    অস্ট্রেলিয়ার নাটকীয়তায় কোনো ম্যাচ না জিতেই সেমি-ফাইনালে যেতে পারে বাংলাদেশ। সম্ভাবনা যে একেবারেই ক্ষীণ তাও নয়। আফগানিস্তানের ফর্ম বিবেচনা করলে সেটা কেবলই কাগজ-কলমের হিসেব মনে হতে পারে। তবে বাংলাদেশ যে আফগানিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ব্যবধানে হারায়নি এমনটাও নয়। তাই ভারতের সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় হুট করেই শেষ ম্যাচের ওপর নির্ভর করছে বাকি তিন দলের ভাগ্য। তাহলে সেমিতে যেতে বাংলাদেশকে কী করতে হবে? সেটাই দেখা যাক।

     

    যদি বাংলাদেশ পরে ব্যাট করে

    বাংলাদেশকে যদি পরে ব্যাট করতে হয় তাহলে তাদের কাজটা তুলনামূলকভাবে কঠিন হবে। সেইন্ট ভিনসেন্টের বাউন্সের তারতম্যে সেটা প্রায় অসম্ভবও হতে পারে (যদি না অসামান্য বোলিংয়ে আফগানদের ধসিয়ে দেয় বাংলাদেশ)! প্রথমে ব্যাট করে আফগানরা যদি ১৪০ রান তোলে তাহলে বাংলাদেশকে লক্ষ্য তাড়া করতে হবে ১২.৩ ওভারে। ১২.৪ ওভারে করলেও রান রেটে এগিয়ে থাকায় সেমিতে যাবে অস্ট্রেলিয়া।

    এখানে অবশ্য মজার একটা সমীকরণ আছে! বাংলাদেশ যদি ১২.৩ ওভারে ১৪০ রানে থাকে এবং ম্যাচ জয়ী রানটা যদি তারা ছয় মেরে বের করতে পারে সেক্ষেত্রে ১৩.১ ওভারের মধ্যে তাড়া করলেও সেমিতে যাবে। ঠিক একইভাবে আফগানরা যদি তাদের ১৬১ রানের লক্ষ্য দেয়, তাহলে ১৬০ রানে থেকে ছয় মেরে জিতলে ১৩.৩ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করলেও বাংলাদেশ যাবে সেমিতে।

     

    যদি বাংলাদেশ আগে ব্যাট করে

    বাংলাদেশকে যদি লক্ষ্য ডিফেন্ড করতে হয় সেক্ষেত্রে তাদের সুযোগটা আরও বেশি থাকবে। সেইন্ট ভিনসেন্টে বাংলাদেশের রেকর্ডটা ভালো। এবারও তারা এই মাঠে দুটো ম্যাচ জিতেছে। দুই বারই জিতেছে আগে ব্যাট করে। ভোরে যদি আগে ব্যাট করে বাংলাদেশ ১৪০ রান তোলে তাহলে ৬২ বা তার বেশি রানে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ।

     

    আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার সমীকরণ

    আফগানিস্তানের সমীকরণে কোনো মারপ্যাঁচ নেই। ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত, ম্যাচ হারলেই বাদ! এমনকি সুপার ওভারে যেয়ে ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার নিচেই থাকবে আফগানদের রান রেট। জয়ের তাই বিকল্প নেই তাদের হাতে।

    একই কারণে বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের জয় ছাড়া অজিদের সামনে কোনো পথ নেই। তবে উপরোক্ত সমীকরণগুলোর কোনো একটা বাংলাদেশ মিলিয়ে ফেললেই কপাল পুড়বে অজিদেরও।