• কোপা আমেরিকা
  • " />

     

    ছুটছেই কলম্বিয়ার অপরাজিত যাত্রা

    ছুটছেই কলম্বিয়ার অপরাজিত যাত্রা    

    ফুলটাইম স্কোর: কলম্বিয়া ৫-০ পানামা


     

    কলম্বিয়াকে থামানো যেন দুষ্কর হয়ে উঠছে দিনদিন! ব্রাজিল তাদের হারাতে পারেনি গ্রুপ পর্বের শেষ ম্যাচটায়; গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠা কলম্বিয়া তো কোয়ার্টার ফাইনালে রীতিমত বিধ্বস্ত করেই সেমিতে চলে গেল। হামেস রদ্রিগেজরা তাদের অপরাজিত যাত্রার রেকর্ডটা নিয়ে গেল ২৭ ম্যাচে।

    দশ মিনিটের মধ্যেই যেন ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল দলটা। পানামার বিপক্ষে ততক্ষণেই যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা! ৮ মিনিটের মাথায় হেডার থেকে করদোবা তাদের এগিয়ে দেওয়ার পর দুই মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে সেটা জালে জড়াতে ভুল করেননি হামেস। দুর্দান্ত খেলতে থাকা হামেস আবারও গোলের রাস্তা তৈরি করেন ৪১ মিনিটের মাথায়। দারুণ এক পাসে লুইস দিয়াজকে তিনি খুঁজে নিলে আগুয়ান গোলকিপার মস্কেরার মাথার ওপর দিয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান লিভারপুল উইঙ্গার।

    প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়া কলম্বিয়া দ্বিতীয়ার্ধে কিছুটা রয়েসয়েই খেলতে থাকে, যেন নিজেদের খেলাটাও কিছুটা বাজিয়ে দেখার একটা ইচ্ছা কাজ করছিল তাদের। প্রথমার্ধে পানামা যা একটু সুযোগ তৈরি করেছিল দ্বিতীয়ার্ধে তা আরও মিইয়ে যায়। সেটার সুযোগ নিয়ে নিজেদের মধ্যে বল আদানপ্রদানের মাঝেই পানামাকে কাঁপিয়ে দেওয়া এক গোল পেয়ে যান রিচার্ড রিওস। ৭০ মিনিটের মাথায় ডান পায়ের দূরপাল্লার গোলায় বল জালে জড়ান মাটি কামড়ানো শটে। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে পানামা যোগ করা সময়ে আরও একটি পেনাল্টি দিয়ে বসে। সেবার পেনাল্টি নিতে আসা মিগুয়েল বোরহাও কোনো ভুল না করায় কলম্বিয়া বড় জয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করে।