• ইউরো ২০২৪
  • " />

     

    এবারের ইউরোর প্রাইজমানি কেমন

    এবারের ইউরোর প্রাইজমানি কেমন    

    আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ইউরো বরাবরই সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট। এবারও তার ব্যত্যয় ঘটছে না। জার্মানিতে অনুষ্ঠিত এবারের আসরটা ফুটবলের দিক থেকে তেমন একটা মন ভরাতে না পারলেও আয়োজনের দিক থেকে কমতি রাখেনি কোনো। সেই সাথে দলগুলোর জন্যও বরাদ্দ থাকছে বিশাল অর্থমূল্য।

    এবারের আসরে মোট অর্থমূল্য ৩৩১ মিলিয়ন ইউরো! ২০২০ ইউরোতেই অবশ্য একই বাজেট ছিল ইউয়েফার পক্ষ থেকে। এক নজরে এবারের আসরে প্রাইজমানির বণ্টনটা দেখে নেওয়া যাক।

     

    পর্ব প্রাইজমানি (ইউরো)
    বিজয়ী ৮ মিলিয়ন
    রানার্স-আপ ৫ মিলিয়ন
    সেমি-ফাইনালিস্ট ৪ মিলিয়ন
    কোয়ার্টার ফাইনালিস্ট ২.৫ মিলিয়ন
    শেষ ১৬ ১.৫ মিলিয়ন
    ম্যাচ বোনাস (জয়ের জন্য) ১ মিলিয়ন
    ম্যাচ বোনাস (ড্রয়ের জন্য) ০.৫ মিলিয়ন
    অংশগ্রহণকারী দল ৯.২৫ মিলিয়ন