• আফগানিস্তান-বাংলাদেশ, ২০২৪
  • " />

     

    দারুণ শুরুর পর শেষের ঝড়ে বাংলাদেশের ২৫২

    দারুণ শুরুর পর শেষের ঝড়ে বাংলাদেশের ২৫২    

    বাংলাদেশ ৫০ ওভারে ২৫২/৭

    শুরুটা হয়েছিল দারুণ। তানজিদ হাসান তামিমের ক্যামিওর পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশকে। মধ্যে আরেকবার মিডল অর্ডারের পথ হারানোর পর শেষ দিকে জাকের আলী ও নাসুম আহমেদের ২৫২ করতে পারল বাংলাদেশ। 

    ১৭ বলে ২২ রান করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তানজিদ। এরপর সৌম্য ও শান্ত জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৪৯ বলে ৩৫ রান করে ফিরে যান সৌম্য, যদিও রশিদের বলে এলবিডব্লুটা রিভিউ নিলে বেঁচে যেতেন। এরপর মিরাজ ও শান্ত হাল ধরেছিলেন, কিন্তু রান রেট কমে আসছিল বাংলাদেশের। ওভারপ্রতি পাঁচ থেকে রান রেট নেমে আসে বেশ নিচে। 

    মিরাজ আউট হওয়ার পর শান্তও রান তুলতে ভুগছিলেন। ফিফটির পর একটু হাত খুলে খেলতে শুরু করেন, কয়েকটি বাউন্ডারিও মারেন। ওদিকে হৃদয় ১১ রানে ফিরে যাওয়ার পরেই শান্ত ফিরে যান ১১৯ বলে ৭৭ রান করে। মাহমুদউল্লাহ আরও একবার ব্যর্থ। 

    বাংলাদেশের যখন ২২০ নিয়েই শংকা তখন জাকের আলী ও নাসুম ত্রাতা। শেষ ৫ ওভারে দুজন যোগ করেছেন ৫২ রান। ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত জাকের, আর নাসুম ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন।