২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব: লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার কেমন অবস্থা
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই যেন জমে ক্ষীর। শেষমেশ বিশ্বকাপে কাদের জায়গা হবে সেটার একটা ধারণা পাওয়া গেলেও যে কারও ভাগ্য ঘুরে যেতে পারে যখন তখন - বিষয়টা এখন তেমনি। আর্জেন্টিনা সেই বহু আগে থেকেই শীর্ষ স্থান দখল করে বসে আছে। তবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে শঙ্কায়। বহু চড়াই উৎরাই পেরিয়ে চারে উঠলেও শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করে আবারও পাঁচ নম্বরে নেমে গিয়েছে ব্রাজিল। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে অপরাজিত থাকার ধারা ছিন্ন হওয়ার পর কলম্বিয়ার সময়টাও ভালো যাচ্ছে না বিসশকা বাছাইপর্বে। বছর শেষে বাছাইপর্বের পয়েন্ট তালিকার কী অবস্থা সেটাই দেখে নেওয়া যাক।
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল ব্যবধান | পয়েন্ট |
১ | আর্জেন্টিনা | ১২ | ৮ | ২ | ৩ | ১৪ | ২৫ |
২ | উরুগুয়ে | ১২ | ৫ | ৫ | ২ | ৮ | ২০ |
৩ | ইকুয়েডর | ১২ | ৬ | ৪ | ২ | ৭ | ১৯ |
৪ | কলম্বিয়া | ১২ | ৫ | ৪ | ৩ | ৫ | ১৯ |
৫ | ব্রাজিল | ১২ | ৫ | ৩ | ৪ | ৬ | ১৮ |
৬ | প্যারাগুয়ে | ১২ | ৪ | ৫ | ৩ | ১ | ১৭ |
৭ | বলিভিয়া | ১২ | ৪ | ২ | ৭ | -১৪ | ১৩ |
৮ | ভেনেজুয়েলা | ১২ | ২ | ৬ | ৪ | -৪ | ১২ |
৯ | চিলি | ১২ | ২ | ৩ | ৭ | -১১ | ৯ |
১০ | পেরু | ১২ | ১ | ৪ | ৭ | -১২ | ৭ |