২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব: এশিয়ার পয়েন্ট তালিকার কেমন অবস্থা
এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইটা চলে কয়েক ধাপে। এবার দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে বাংলাদেশ উঠে আসলেও বিদায় নিতে হয়েছে সেই রাউন্ডেই, ঝুলিতে এক ড্র নিয়ে। তৃতীয় রাউন্ডে এরপর তিন গ্রুপে যথারীতি এশিয়ার হেভিওয়েটরাই শীর্ষে। "সি" গ্রুপে একই সাথে জাপান ও অস্ট্রেলিয়া থাকায় অবশ্য সেই গ্রুপের দৌড়টা হবে আরও জমজমাট। অবশ্য জাপান সেখানে একাধিপত্য বিস্তার করেই বসে আছে। অন্য দুই গ্রুপেই বরং লড়াই চলছে ভালো। এক নজরে দেখে নেওয়া যাক তিন গ্রুপের পয়েন্ট তালিকার বর্তমান অবস্থা।
গ্রুপ "এ"
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল ব্যবধান | পয়েন্ট |
১ | ইরান | ৬ | ৫ | ১ | ০ | ৭ | ১৬ |
২ | উজবেকিস্তান | ৬ | ৪ | ১ | ১ | ৩ | ১৩ |
৩ | আরব আমিরাত | ৬ | ৩ | ১ | ২ | ৮ | ১০ |
৪ | কাতার | ৬ | ২ | ১ | ৩ | -৭ | ৭ |
৫ | কিরগিজস্তান | ৬ | ১ | ০ | ৫ | -৭ | ৩ |
৬ | উত্তর কোরিয়া | ৬ | ০ | ২ | ৪ | -৪ | ২ |
গ্রুপ "বি"
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল ব্যবধান | পয়েন্ট |
১ | দক্ষিণ কোরিয়া | ৬ | ৪ | ২ | ০ | ৭ | ১৪ |
২ | ইরাক | ৬ | ৩ | ২ | ১ | ২ | ১১ |
৩ | জর্ডান | ৬ | ২ | ৩ | ১ | ৪ | ৯ |
৪ | ওমান | ৬ | ২ | ০ | ৪ | -৩ | ৬ |
৫ | কুয়েত | ৬ | ০ | ৪ | ২ | -৬ | ৪ |
৬ | ফিলিস্তিন | ৬ | ০ | ৩ | ৩ | -৪ | ৩ |
গ্রুপ "সি"
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল ব্যবধান | পয়েন্ট |
১ | জাপান | ৬ | ৫ | ১ | ০ | ২০ | ১৬ |
২ | অস্ট্রেলিয়া | ৬ | ১ | ৪ | ১ | ১ | ৭ |
৩ | ইন্দোনেশিয়া | ৬ | ১ | ৩ | ২ | -৩ | ৬ |
৪ | সৌদি আরব | ৬ | ১ | ৩ | ২ | -৩ | ৬ |
৫ | বাহরাইন | ৬ | ১ | ৩ | ২ | -৫ | ৬ |
৬ | চীন | ৬ | ২ | ০ | ৪ | -১০ | ৬ |