বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলসহ ফিফা দ্য বেস্টে কার ভোট কার বাক্সে?
কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে ২০২৪ ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নাইট। মঙ্গলবার দিবাগত রাতে সেখানে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা ফুটবলারের নাম। যেখানে রদ্রি ও বেলিংহ্যামকে পেছনে ফেলে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভিনির হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্বজুড়ে ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে থাকে। একনজরে দেখে নিন বাংলাদেশসহ উল্লেখযোগ্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও সাংবাদিকবৃন্দ কাদেরকে ফিফা দ্য বেস্টের শীর্ষ তিনে রেখেছেন।
বাংলাদেশ
ক্যাপ্টেন (সোহেল রানা)- লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম
কোচ (হ্যাভিয়ের ক্যাবরেরা)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল
সাংবাদিক (রাইহান আল মুগনি)- রদ্রি, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল
আর্জেন্টিনা
ক্যাপ্টেন (লিওনেল মেসি)- লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র
কোচ (লিওনেল স্কালোনি)- লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহ্যাম
সাংবাদিক (ক্লদিও মাউরি)- রদ্রি, লামিনে ইয়ামাল, টনি ক্রুস
ব্রাজিল
ক্যাপ্টেন (দানিলো)- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল
কোচ (ডরিভাল জুনিয়র)- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল
সাংবাদিক (কার্লোস এডুয়ার্দো মানসুর)- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রি
ইংল্যান্ড
ক্যাপ্টেন (হ্যারি কেন)- রদ্রি, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র
কোচ (লি কার্সলি)- জুড বেলিংহ্যাম, রদ্রি, লামিনে ইয়ামাল
সাংবাদিক (জন ক্রুস)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম
ফ্রান্স
ক্যাপ্টেন- ভোট দেননি
কোচ (দিদিয়ের দেশ্যম)- ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রি
সাংবাদিক (সিরিলি মরিনেরি)- ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম
জার্মানি
ক্যাপ্টেন (জশুয়া কিমিচ)- রদ্রি, টনি ক্রুস, ফ্লোরিয়ান রিটজ
কোচ (জুলিয়ান নাগলসম্যান)- ফ্লোরিয়ান রিটজ, রদ্রি, টনি ক্রুস
সাংবাদিক (জর্ হয়নার)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্লোরিয়ান রিটজ
নেদারল্যান্ডস
ক্যাপ্টেন (ভার্জিল ফন ডাইক)- ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড, রদ্রি
কোচ (রোনাল্ড কোম্যান)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম
সাংবাদিক (জ্যাপ দি গ্রুট)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, লিওনেল মেসি
পর্তুগাল
ক্যাপ্টেন (বার্নার্দো সিলভা)- রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড
কোচ (রবার্তো মার্টিনেজ)- দানি কারভাহাল, লামিনে ইয়ামাল, ভিনিসিয়ুস জুনিয়র
সাংবাদিক (সেরপা ভিতর)- রদ্রি, লামিনে ইয়ামাল, ভিনিসিয়ুস জুনিয়র
স্পেন
ক্যাপ্টেন (আলভারো মোরাতা)- দানি কারভাহাল, রদ্রি, লামিনে ইয়ামাল
কোচ (লুইস ডে লা ফুয়েন্তে)- দানি কারভাহাল, রদ্রি, লামিনে ইয়ামাল
সাংবাদিক (হুয়ান ইগনাসিও গ্যালার্দো)- দানি কারভাহাল, ভিনিসিয়ুস জুনিয়র, টনি ক্রুস।