'রোনালদোর এই স্বভাবের জন্যই মেসি সেরা' : আর্নাসন
আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর রোনালদোর মন্তব্যের বিচার বিশ্লেষণ চলছেই। এবার রোনালদোর কথার ভালই জবাব দিলেন আইসল্যান্ডের ডিফেন্ডার কারি আর্নাসন। রোনালদোর ওই মন্তব্য নাকি আইসল্যান্ডারদের ড্রয়ের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে!
পর্তুগালের বিপক্ষে আইসল্যান্ডের ড্র উদযাপনকে ছোট মানসিকতা বলেছিলেন রোনালদো। ওই মন্তব্যকে রোনালদোর ছিচকাঁদুনে স্বভাবের অংশ বলে উল্টো কথা শুনিয়ে দিয়েছেন আর্নাসন।
''ড্র-টা আরও মধুর হয়েছে তার জন্যই। রোনালদো একজন ‘লুজার’। সে অবশ্য যা খুশি তাই বলতেই পারে; কিন্তু আজ (গতকাল) সে মাঠে তো তেমন কোন সুযোগই পায়নি। যাও একটা পেয়েছিল, তাও কোনো কাজে লাগাতে পারেনি।" এই কথার শেষেও আরও একবার রোনালদোকে ‘লুজার’ বলে ঘটনা জমিয়ে তুলেছেন মালমোর এই ডিফেন্ডার।
আর্নাসন ও রোনালদো
রোনালদোর এই স্বভাবের কারণেই নাকি মেসি সবসময়ই তার চেয়ে একধাপ এগিয়ে থাকে, বলছেন আইসল্যান্ড ডিফেন্ডার, “সে অসাধারণ ফুটবলার। তবে মানুষ হিসেবে খুব একটা ভালো না। সে বলেছে, আমরা জয়ের জন্য খেলিনি। অথচ ম্যাচের শেষের দিকেও এগিয়ে যেতে পারতাম আমরা। রোনালদোর অভিযোগ সাংঘর্ষিক”।
“অবশ্যই আমরা পর্তুগালের মতো চমৎকার এক দলের বিপক্ষে পুরো ম্যাচে অনেকগুলো সুযোগ তৈরি করতে পারতাম না। এটাই স্বাভাবিক! তার মন্তব্যতেই আসলে বোঝা গিয়েছে কেন মেসি সবসময় রোনালদোর চেয়ে এগিয়ে থাকবে। আর আমরা যে রোনালদোর জন্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছি, এই ব্যাপারটাও বেশ উপভোগ্যই!” রোনালদো হয়ত এতক্ষণে ভালভাবেই বুঝতে পারছেন পুঁচকে হলেও আত্মসম্মানের কমতি নেই প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ড দলটায়।