চেকদের দুর্দান্ত ফেরা
৫৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া। মদ্রিচ, রাকিটিচরা নিয়ন্ত্রণ করছেন মধ্যমাঠ, আক্রমণে পেরিসিচ, মানজুচিকরা ছড়াচ্ছেন ভীতি। এই ম্যাচে চেক প্রজাতন্ত্র পয়েন্ট পাবে, সেটা খেলা দেখার সময় তাদের খুব বড় সমর্থকও ভাবতে পারেননি। কিন্তু যেটা কেউ ভাবেনি সেটাই হলো, চেক প্রজাতন্ত্র সমতা ফিরিয়েছে ২-২ গোলে। ইউরোতে এই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল হলো।
শেষ মুহূর্তের গোল এবারের ইউরোতে যেন নিয়মিত একটা ব্যাপারই হয়ে গেছে। দিনের প্রথম ম্যাচে ইতালির পর চেক প্রজাতন্ত্রও শেষ মুহূর্তের গোলেই উদ্ধার পেল। ৭৬ মিনিটে মিলান স্কোডা দারুণ এক হেডে ব্যবধান কমিয়েছিল। এরপর মাঠে ক্রোয়েশিয়া সমর্থকদের আতশবাজির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে রাকিতিচদের অনুরোধ করে দর্শকদের থামাতে হয়েছে। কিন্তু যেখান থেকে চেক প্রজাতন্ত্র খেলা শেষ করল, সেখান থেকেই শুরু করল। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিরা ডমগাজ ভিডার আহতে লাগায় রেফারি পেনাল্টি বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে উৎসবের উপলক্ষ এনে দেন টমাস নেসিদ।
অথচ প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল, জয়টা ক্রোয়েশিয়াই পাবে। ৩৭ মিনিটে মিলান বাদেলিজের ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইভান পেরিসিচ। কিন্তু শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ক্রোয়েশিয়াকে? দুই ম্যাচে তাদের পয়েন্ট চার, প্রথম ম্যাচে স্পেনের কাছে হারের পর চেক প্রজাতন্ত্র পেল প্রথম পয়েন্ট।