• ইউরো
  • " />

     

    মাঠে শিশুদের আনতে পারবেন না বেলরা!

    মাঠে শিশুদের আনতে পারবেন না বেলরা!    

    ইউরোতে ওয়েলসের ম্যাচ শেষেই দৃশ্যটা দেখা গেছে। বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পরের ওই দৃশ্য মাঠের অনেকেরই মনে থাকার কথা। ম্যাচ শেষে নিজের শিশুকন্যাকে মাঠে নিয়ে এসেছেন গ্যারেথ বেল, বাবা-মেয়ের দারুণ কিছু ছবিও হয়েছে ফ্রেমবন্দি। শুধু বেল নন, ওয়েলসের অন্যান্য খেলোয়াড়েরাও তাদের শিশুসন্তানদের নিয়ে এসেছেন মাঠে। তবে পর্তুগালের সঙ্গে সেমিফাইনালে ওয়েলস জয় পেলে সম্ভবত এই দৃশ্য আর দেখা যাবে না। ওয়েলসের খেলোয়াড়দের যে মাঠে সন্তান নিয়ে আসার ব্যাপারে পরোক্ষে নিষেধই করে দিয়েছে উয়েফা! 

     


    কিন্তু শিশুদের ব্যাপারে হ্যাঁ না বলে উয়েফা কেন না বলছে? উয়েফার পরিচালক মার্টিন কালেন ব্যাখ্যা করছেন, "শিশুদের মাঠে নিয়ে আসলে সেটা খুব সুন্দর একটা দৃশ্য। কিন্তু মনে রাখতে হবে এটা ইউরো, কোনো পারিবারিক অনুষ্ঠান নয়।" উয়েফার আপত্তির কারণটাও স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন কালেন, "আমরা এই কাজের যে শতভাগ বিরোধী সেটা নই, কিন্তু এখন আমাদের সতর্ক হতেই হচ্ছে। সবকিছুর একটা নীতিমালা আছে। আর নিরাপত্তারও একটা ব্যাপার আছে। পাঁচ ছয় বছরের এতসব বাচ্চা মাঠে থাকার সময় যদি কিছু হয়ে যায় তাহলে সেটার দায় কে নেবে? ' এই ইউরোতেই মাঠে কয়েকবার অনাহুত আগন্তুক ঢুকে পড়েছিল। সেটা মনে করিয়ে দিয়ে কালেন বলেছেন, "মাঠে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়। সেজন্যই কিছু কিছু ব্যাপার আপনাকে মেনে চলতে হবে। "