• লা লিগা
  • " />

     

    রেফারির সাথে তর্কে জড়িয়ে পিকের জরিমানা

    রেফারির সাথে তর্কে জড়িয়ে পিকের জরিমানা    

    রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার অভ্যাসটা পুরনো। এই মৌসুমেও বেশ কয়েকবার রেফারির সাথে তর্কে জড়িয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। শেষ পর্যন্ত এসবের জন্যই  জরিমানা গুণতে হচ্ছে তাঁকে। গতকাল তাঁকে ৩০০০ ইউরো জরিমানা করেছে লা লিগা কর্তৃপক্ষ।

     

    কোপা ডেল রের ম্যাচে বিলবাওয়ের কাছে ২-১ গোলে পরাজয়ে পর পিকে নিজের মেজাজটা  ধরে রাখতে পারেননি। রেফারির প্রতি পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে বলেন, “আমরা জানি কীভাবে কী হয়!” তাঁর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। এরপর ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে জয়ের পর আবার রেফারিকে দুষেছেন পিকে। মাদ্রিদের পক্ষে পেনাল্টি দেওয়ার অভিযোগ এনে টুইটও করেছিলেন।

     

     

    এই দুটি ঘটনার জন্যই মূলত এই জরিমানা। ৩০০০ ইউরোর মাঝে ১৫০০ ইউরো জরিমানা করেছে শুনানিতে অংশ নেওয়া বিচারকরা, বাকি টাকার ঘোষণা এসেছে লা লিগা পরিচালনা কমিটির পক্ষ থেকে। তবে এখনো বার্সা অথবা পিকের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ আসেনি।