• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এক গোলের জন্য নয় কোটি টাকা!

    এক গোলের জন্য নয় কোটি টাকা!    

    দলের হয়ে গোল করলে সেটায় তো ক্লাবেরই লাভ। কিন্তু বার্নলির বিপক্ষে অ্যান্থনি মারসিয়ালের করা গোলটির জন্য উল্টো ইউনাইটেডকেই টাকা খসাতে হচ্ছে! ২ বছর আগে করা চুক্তি অনুযায়ী মার্শালের সাবেক ক্লাব মোনাকোকে প্রায় ৯ কোটি টাকা দিতে হবে মরিনহোর দলকে।

     

    ২০১৫ সালে মোনাকো থেকে প্রায় ৩৮ কোটি টাকায় ইউনাইটেডে যোগ দেন মারসিয়াল। সেই সময় চুক্তিতে লেখা ছিল, ইউনাইটেডের হয়ে ২৫ গোল স্পর্শ করলেই মোনাকোকে অতিরিক্ত ৯ কোটি টাকা দিতে হবে। গতকাল ম্যাচের ২১ মিনিটে গোল করেন মারসিয়াল। ২৫ গোলটি পেতে ফ্রেঞ্চ এই স্ট্রাইকারের লাগল প্রায় আড়াই বছর!

    গতকাল বার্নলির বিপক্ষে গোল দিয়ে এই মৌসুমে আট বারের মতো জালে বল জড়ালেন। শেষবার গোলের দেখা পেয়েছিলেন ১১ ফেব্রুয়ারি ওয়াটফোর্ডের বিপক্ষে। ইব্রাহিমোভিচ ও র‍্যাশফোর্ডের কারণে বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে থাকতে হয়েছে তাঁকে।  

     

     

     

    এদিকে শুধু ২৫ গোল নয়, ফ্রান্সের হয় ২৫ তম ম্যাচ খেললেও মোনাকোকে আরও ১০ কোটি টাকা দিতে হবে ইউনাইটেডের। এই পর্যন্ত ১৫ বার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন মারসিয়াল। চুক্তিতে এটাও বলা ছিল, কখনো ব্যালন ডি অর জিতলেও মোনাকোকে ১০ কোটি টাকা দেবে ইউনাইটেড।