টি-টোয়েন্টিতে প্রথমবার তানজিদ, ফিরলেন আফিফ-সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। দেড় বছর পর ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। তার সাথে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকেও। এই বাঁহাতি ব্যাটারকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা গেছে সর্বশেষ ২০২৩ সালের নিউজিল্যান্ড সফরে।
সাকিব আল হাসান নেই, আইপিএলে ব্যস্ত থাকায় রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকেও। এর আগে ঘোষিত হয়েছিল এই সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ও প্রস্তুতি ক্যাম্প। সেখান থেকে প্রথম তিন ম্যাচের দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও হাসান মাহমুদের। চট্টগ্রামে সিরিজ শুরু হবে ৩ মে। ৪ ও ৭ মে একই ভেন্যুতে হবে আরও দুই ম্যাচ। এরপর মিরপুর ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
প্রথম তিন টি-টোয়েন্টির দল :