• লা লিগা
  • " />

     

    এমবাপ্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে প্রস্তুত রিয়াল মাদ্রিদ    

    দলে একজন স্ট্রাইকারের অভাব বোধ করছেন জিনেদিন জিদান। আলভারো মোরাতাকে চেলসির কাছে বিক্রি করার পর এমনটাই জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে। জিদানের সেই অভাবটা বোধ হয় পুষিয়ে দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিক থাকলে কিলিয়ান এমবাপ্পেকে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসছেন জিদান। 

    স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুই ক্লাবের ভেতর সমঝোতাও হয়ে গেছে। সে অনুযায়ী এমবাপ্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে হবে রিয়াল মাদ্রিদকে। গত মৌসুমে পগবাকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমবাপ্পের জন্য  ১৯০ মিলিয়ন ইউরো দাবি করলেও স্পেনের বিভিন্ন সংবাদ অনুযায়ী ১৬০ মিলিয়ন ইউরোতেই মোনাকোকে রাজি করাতে পেরেছে রিয়াল মাদ্রিদ।

    ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারের সাথে ৬ বছরের চুক্তি হওয়ার কথা রয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের। রিয়ালের দেয়া বেতনের প্রস্তাবটাও লোভনীয়। বার্ষিক ৭ মিলিয়ন ইউরো। দলবদলের ১৬০ মিলিয়ন ইউরোর সাথে থাকছে বোনাসও। সবমিলিয়ে রিয়ালের খরচ হতে পারে ১৮০ মিলিয়ন ইউরো। 

    এমবাপ্পেকে দলে নেয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদের অনেক দূর এগুনোর খবর প্রকাশিত হলেও মোনাকো বরাবরের মতো আরও একবার নাকচ করে দিয়েছে এমন গুঞ্জন। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা যতোই এড়িয়ে যাক না কেন, এমবাপ্পের সান্তিয়াগো বার্নাব্যুতে আসাটা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে।