• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    'সাকিবের না থাকা এই পরাজয়ের কারণ হতে পারে না'

    'সাকিবের না থাকা এই পরাজয়ের কারণ হতে পারে না'    

    বোলিংয়ে নিজের কোটা শেষ করতে পারেননি। আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়ার পর ব্যাটিংয়েও নামা হয়নি সাকিব আল হাসানের। রান তাড়া করতে নেমে সাকিবের অভাবটা কিছুটা হলেও বুঝেছে দল। ফাইনালে হারের পর অধিনায়ক মাশরাফি বলছেন, সাকিবের না থাকা এই পরাজয়ের কারণ হতে পারে না।  

     

    আঙ্গুলের চোটটা গুরুতর ছিল, এরই মাঝে জানা গেছে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টেও থাকবেন না সাকিব। রান তাড়ার সময় সাকিব থাকলে কি ফলাফল অন্যরকম হতে পারত? ৭৯ রানে হেরে যাওয়ার পর মাশরাফি এমনটা মনে করছেন না, ‘স্বাভাবিক, দলের সেরা খেলোয়াড় সে। আমার কাছে মনে হয় না, ও না থাকায় আমরা হেরে গেছি। সাকিব যখন পড়ে যায় ওর হাত দেখে বুঝে গেছি ও খেলতে পারছে না। কিন্তু ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনাও হয়েছিল সাকিব ব্যাট করতে পারবে না, এটা মাথায় না আনতে। ২২২ তাড়া করতে গিয়ে আমার মনে হয় এই অজুহাত দেওয়া ঠিক হবে না।’


    ২২২ রান তাড়া করতে নেমে এক মাহমুদউল্লাহ ছাড়া সেভাবে দাঁড়াতে পারেননি কেউই। হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন মাশরাফি, ‘আমি নিশ্চিত নই, সাকিব যে ছিল না, সেটা মানসিকভাবে সবার মধ্যে কাজ করেছে কি না। তবে এটা ঠিক, ২২২ করার জন্য আমাদের যথেষ্ট ব্যাটসম্যান ছিল।’