'এই জয় আমার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত'
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হার। এরপর ইনজুরির কারণে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের দেশে ফেরা। এই পরিস্থিতিতেই দায়িত্ব এসেছিল তাঁর কাঁধে। খাদের কিনারা থেকে দলকে তুলে এনে পৌঁছেছিলেন ফাইনালে। বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে শিরোপা উঠেছে শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্ডিমালের হাতেই। চান্ডিমাল বলছেন, এই জয় তাঁর ক্যারিয়ারের ‘বিশেষ মুহূর্ত’।
শুরুটা খারাপ হলেও সিরিজের শেষটা দারুণভাবেই শেষ করেছে শ্রীলংকা। দলের এমন পারফরম্যান্সে যারপরনাই খুশি চান্ডিমাল, ‘সবার মাঝে এখন বাঁধভাঙ্গা আনন্দ। পুরোটাই আমাদের কঠিন পরিশ্রমের ফল। প্রথম দুই ম্যাচে হারের পর এরকম টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো কঠিন কাজ। দলের সবাই দুর্দান্ত পারফর্ম করে এই শিরোপা জিতেছে।’
বাংলাদেশকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি দল। তবে চান্ডিমাল বলছেন, ২২২ রানের পুঁজিই যথেষ্ট ছিল, ‘আমরা জানতাম রানটা জয়ের জন্য যথেষ্ট হবে। সবাই দারুণ ক্রিকেট খেলেছে। তিন বিভাগেই আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলাম।’
এই সিরিজ দিয়েই নতুন কোন চন্ডিকা হাথুরুসিংহের যাত্রা শুরু হয়। নতুন কোচ দলে নতুন উদ্যম এনেছেন বলেই বিশ্বাস চান্ডিমালের, ‘আমরা জানি তিনি কত ভালো একজন কোচ। আমাদের সবার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দলের সবাইকে নিয়ে কাজ করেছেন, দলকে ‘এক’ করেছেন। যা চেয়েছিলাম সিরিজের শুরুতে, সেটাই পেয়েছি।’