কোনিয়ন-প্যাভিলিয়ন বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা : ২
প্রতিযোগিতার নিয়মাবলী :
১) একজন প্রতিযোগী কেবল একবার উত্তর দিতে পারবেন। একজনের একাধিক উত্তর গ্রহণযোগ্য হবে না। আজকের বিজয়ী পাচ্ছেন কোনিয়নের সৌজন্যে রাশিয়া বিশ্বকাপের একটি রেপ্লিকা ফুটবল।
২) 'কোনিয়ন-প্যাভিলিয়ন বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা : ২'-এ অংশগ্রহণের শেষ সময় ১৬ জুন ২০১৮ (বিকেল ৩ টা ৫৯ মিনিট)। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৭ জুন ২০১৮, প্যাভিলিয়নের ফেসবুক গ্রুপে।
৩) প্যাভিলিয়ন এবং কোনিয়ন সংশ্লিষ্ট কেউ কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৪) প্রতিযোগিতার যেকোনো ক্ষেত্রে প্যাভিলিয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ info@pavilion.com.bd
প্যাভিলিয়ন - কোনিয়ন আয়োজিত মেগা কুইজ প্রতিযোগিতা