• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    দ্বিতীয় টেস্টে 'বিশ্রাম'-এ রোচ

    দ্বিতীয় টেস্টে 'বিশ্রাম'-এ রোচ    

    অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে বিধ্বস্ত করার শুরুটা করেছিলেন কেমার রোচই। প্রথম ১০ ওভারের আগেই পেয়েছিলেন ৫ উইকেট। তবে দ্বিতীয় উইকেট পাওয়ার পর থেকেই খোঁড়াচ্ছিলেন, এরপর উঠেই গিয়েছিলেন। ব্যাটিং করতে নামলেও দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি আর। রোচকে দ্বিতীয় টেস্টে বিশ্রামই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় ডাকা হয়েছে তরুণ পেসার আলজারি জোসেফকে। 

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬ টেস্টে ১৫ উইকেট আছে জোসেফের। প্রস্তুতি ম্যাচেও নিয়েছিলেন ৫৩ রানে ৪ উইকেট। 

     

     

    রোচের চোটটা মূলত হ্যামস্ট্রিংয়ে। তবে রোচকে ছাড়াই দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেবার মূল ভূমিকা ছিল শ্যানন গ্যাব্রিয়েলের। অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। 

    অবশ্য তামিম ইকবাল বলেছেন, জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। 

    দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

    জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রসটন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ের, আলজারি জোসেফ, শাই হোপ, কিমু পউল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।