• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    সাকিব-মাশরাফির অধিনায়কত্বকে কৃতিত্ব দিলেন রোডস

    সাকিব-মাশরাফির অধিনায়কত্বকে কৃতিত্ব দিলেন রোডস    

    কোচ হিসেবে প্রথম অ্যাসাইমেন্টের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ দিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন স্টিভ রোডস। এরপর অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রোডস সেটা নিয়ে অবশ্যই গর্বিত, তবে মাশরাফি ও সাকিবের অধিনায়কত্বের কথাই বললেন আলাদা করে।

     
    দীর্ঘ সফর শেষে আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। বিমানবন্দরে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোডস। টেস্টটা যে দুঃস্বপ্নের মতো ছিল, সেটি স্বীকার করেছেন শুরুতেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর জন্য দুই অধিনায়ককে কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশের নতুন কোচ, 'আমার মনে হয় টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুই অধিনায়ক সাকিব ও মাশরাফি খুবই ভালো করেছে, বোলারদের কাজে লাগিয়েছে ভালোভাবে। আমাদের বেশ কিছু দারুণ স্পিনার আছে। তবে পেস বোলিং যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি কার্যকরী ছিল। এখন আমাদের টেস্টে দ্রুত ও লম্বা কিছু ফাস্ট বোলার খুঁজে বের করতে হবে, যেরকমটা ওয়েস্ট ইন্ডিজ করেছে।'
    টি-টোয়েন্টিতে জয় পাওয়াটাই যেন খানিকটা বেশি অবাক করেছে রোডসকে, 'টেস্টটা খুব কঠিন ছিল। আমাদের বেশ ভুগতে হয়েছে। তবে ছেলেরা যেভাবে ফিরে এসেছে তাতে আমি গর্বি। ওয়ানডেটা আমাদের আশার মধ্যেই ছিল, সেটা করতে পেরে ভালো লেগেছে। তবে টি-টোয়েন্টিটা একটু চমকই ছিল বলতে হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আমরা আসলেই খুব ভালো খেলেছি। আমি খুশি যে এই দুইটি ট্রফি আমরা জিতেছি। বিশেষ করে শেষ ম্যাচে লিটন অসাধারণ খেলেছে।'

    তবে এতকিছুর পরেও টেস্ট সিরিজের দুঃস্বপ্ন উঁকি দিয়ে যাবেই। রোডস ব্যাটিংটা নিয়েই চিন্তিত, 'আমাদের ব্যাটিং টেস্টে একটু বেশিই ভঙ্গুর হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমাদের বেশ কিছু জিনিস ঠিক করতে হবে। তবে ভালো খেলোয়াড় আমাদের আছে। আমাদের শুধু কন্ডিশন ও প্রতিপক্ষের সাথে টেস্টে একটু বেশি দ্রুত মানিয়ে নিতে হবে। অ্যান্টিগাতে টসে হারাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই বোলাররা সাহায্য পেয়েছে, সেখানে যে কোনো দলের ব্যাটিংকেই ভুগতে হতো।'