নীতিমালা

  1. প্যাভিলিয়ন ব্লগ সকল ধরণের সাম্প্রদায়িকতা-বিরোধী। কোনো জীবিত বা মৃত, বাস্তব বা কাল্পনিক - কোনো চরিত্রের লিঙ্গ, বর্ণ, জাত, ধর্ম বা দেশকে কটাক্ষ করে কোনো ব্লগ বা মন্তব্য লেখা যাবে না। এ ধরণের কোনো মন্তব্য করা হলে প্যাভিলিয়ন কর্তৃপক্ষ কোনোরকম কারণ না দর্শিয়েই উক্ত লেখা/মন্তব্য মুছে দেওয়ার ক্ষমতা রাখবেন।
  2. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিসংগ্রামের মতো বিষয়গুলো, যার প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল - এসব বিষয়কে কটাক্ষ করে বা আক্রমণ করে লেখা কোনো পোস্ট বা মন্তব্য প্যাভিলিয়ন ব্লগের মডারেটরেরা বিনা নোটিশে মুছে দেওয়ার ক্ষমতা রাখবেন।
  3. প্যাভিলিয়ন ব্লগ খেলা নিয়ে আপনার মতামত জানানোর একটি অনন্য প্ল্যাটফর্ম। এখানে লেখা এবং মন্তব্য করার ব্যাপারে লেখকদের বাংলা ভাষা ব্যবহার করার ব্যাপারে অগ্রাধিকার দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্পূর্ণ ইংরেজীতে লেখা পোস্ট বা মন্তব্যও গ্রহণযোগ্য হতে পারে। তবে বাংলা-ইংরেজির দৃষ্টিকটু মিশ্রভাষা বা রোমান হরফে বাংলা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
  4. এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। কোনো সদস্য এসব মন্তব্য দ্বারা আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। উপরন্তু সতর্ক সংকেত হিসেবে প্রথমবার সাত দিন, দ্বিতীয়বার এক মাস এবং তৃতীয়বার অনির্দিষ্টকালের জন্য সদস্যপদ মডারেশনের আওতায় নিয়ে আসা হবে।
  5. নিজ দল বা পছন্দের খেলোয়াড় বা নিজের মতামত নিয়ে তর্ক বিতর্ক বা সমালোচনা হবেই, কিন্তু কোনোভাবেই দেশ, ক্লাব বা কোনো খেলোয়াড়ের নাম বিকৃত করা যাবে না অথবা কোনো দেশ/ ক্লাব/ খেলোয়াড়কে অশালীন গালাগালি ও বাজে ইঙ্গিত করা যাবে না। পরিপক্ক সমর্থক হতে হলে রুচিশীলতার পরিচয় দেয়া আবশ্যক।
  6. ব্লগে লেখালেখির ব্যাপারে যেসকল বিষয় এড়িয়ে চলতে হবে-
    • ধর্ম প্রচার
    • রাজনৈতিক মতাদর্শের প্রচার
    • বিনা অনুমতিতে বিজ্ঞাপন প্রচার
    • ফ্লাডিং করা (একই লেখকের একাধিক লেখা নীড়পাতায় দৃশ্যমান থাকা)
    • লেখার ভাষা বা ব্যবহৃত ছবিতে অনাবশ্যক অশ্লীলতা
    • ব্যক্তি আক্রমণ এবং বিদ্বেষমূলক লেখা
    উপরোক্ত নিয়মগুলো ইউজার নেম, প্রোফাইল পিকচারের জন্যও প্রযোজ্য হবে।
  7. ব্লগে কপিরাইটের লংঘন হয় এমন কিছু প্রকাশ করা যাবে না। লেখায় যথাসম্ভব তথ্য এবং ছবিসূত্রের প্রয়োগ থাকতে হবে, এতে লেখা সুখপাঠ্য হয়।অন্য কারো লেখা নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্যাভিলিয়ন ব্লগের জন্য প্রদত্ত লেখাটি পূর্বে অন্যত্র প্রকাশ না করলেই ভাল হয়।
  8. ব্লগের মডারেটরেরা যেকোনো সময়ে ব্লগের নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখেন। তবে নতুন বা পরিবর্তিত নীতিমালা কার্যকর হওয়ার ২৪ ঘন্টা আগে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।
  9. বারবার নীতিমালা লংঘনকারীকে ব্লগের মডারেটরেরা অধিকার সীমিত করে দিতে পারেন, ক্ষেত্র বিশেষে সদস্যপদ বাতিলও করা হতে পারে।