• " />

     

    আবারো টেস্ট দল থেকে বাদ ম্যাক্সওয়েল

    আবারো টেস্ট দল থেকে বাদ ম্যাক্সওয়েল    

    গত বছর তাকে বলা হয়েছিল, ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে রান করলেই সুযোগ পাবেন জাতীয় দলে ফেরার। শেফিল্ড শিল্ডের চলতি মৌসুমে গ্লেন ম্যাক্সওয়েলের গড় ৫০। পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার ব্যাপারে তাই অনেকটাই আশাবাদী ছিলেন ম্যাক্সওয়েল। তবে নির্বাচকরা সেই আশায় পানি ঢেলে দিয়ছেন। পাকিস্তানের সাথে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দলে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের।

    গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাথমিক টেস্ট স্কোয়াডে ছিলেন ম্যাক্সওয়েল, তবে কোনো ম্যাচেই একাদশে জায়গা হয়নি। শেষবার তাকে সাদা পোশাকে দেখা গেছে গত বছরের সেপ্টেম্বরে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

    দলের প্রধান নির্বাচক ট্রেভর হনস বলছেন, পাকিস্তানের বিপক্ষকে সিরিজের কন্ডিশনের কথা ভেবেই নেওয়া হয়নি ম্যাক্সওয়েলকে, ‘ম্যাক্সওয়েলসহ কয়েকজনের দলের অন্তর্ভুক্তি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হয়েছিল। কিন্তু আগামী সিরিজে কেমন কন্ডিশনে খেলবে দল, সেটার কথা ভেবেই তাদের নেওয়া হয়নি। তারা সবাই রাজ্য দলের হয়ে ভালো খেলছে। আশা করি তাঁরা এটা ধরে রাখবে এবং দ্রুতই দলে ফিরবে।’

    পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াডে আছেন তিন নতুন মুখ। ব্রেনডন ডগেট, মারনাস লাবুসচ্যাং ও নিচেল নাসেরের অভিষেক হতে পারে এই সিরিজে। দলে ফিরেছেন পিটার সিডল ও অ্যারন ফিঞ্চ।

    অস্ট্রেলিয়া স্কোয়াড- টিম পেইন (অধিনায়ক), অ্যাসটন অ্যাগার, ব্রেনডন ডগেট, মারনাস লাবুসচ্যাং, নিচেল নাসের, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, জন হল্যান্ড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, ম্যাট রেনশ’, পিটার সিডল, মিচেল স্টার্ক।