বাংলাদেশের বিপক্ষে ফিরছেন টেলর-ক্রেমাররা
বকেয়া বেতন সংক্রান্ত জটিলতার কারণে পাকিস্তানের বিপক্ষকে ছিলেন না তারা। শেষ পর্যন্ত বোর্ডের সাথে সমঝোতায় এসেছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। আসন্ন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত দলে ফিরেছেন এই তিন অভিজ্ঞ ক্রিকেটার।
টেলর, আরভিন, উইলিয়ামস, ক্রেমার ও রাজা বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে পাকিস্তানের বিপক্ষে দলে ছিলেন না। এই ঘটনার পর খোদ আইসিসি বলেছিল, তারা জিম্বাবুয়ে বোর্ডের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবে। তাদের আশ্বাসে আবারও খেলায় ফেরার ঘোষণা দিয়েছেন টেলররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের পথে রওনা দেবে জিম্বাবুয়ে। বাংলাদেশে এসে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
বাংলাদেশ সিরিজে দুই ফরম্যাটেই অধিনায়ক থাকবেন হ্যামিল্টন মাসাকাদজা। টেলরদের পাশাপাশি দলে ফিরেছেন ইনজুরি থেকে সুস্থ হওয়া সলোমন মিরে ও কাইল জারভিস। চুক্তি থেকে বাদ পরায় দলে নেই সিকান্দার রাজা।