খাদিজার রেকর্ড বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
একমাত্র ওয়ানডে, কক্সবাজার
টস- পাকিস্তান উইমেট (ব্যাটিং)
পাকিস্তান উইমেন ৯৪ অল-আউট, ৩৪.৫ ওভার (জাভেরিয়া ২৯, আয়েশা ১৮, খাদিজা ৬/২০, রুমানা ২/১৫)
বাংলাদেশ উইমেন ৯৫/৪, ২৯ ওভার (ফারজানা ৪৮, রুমানা ৩৪, সানা ২/২০)
বাংলাদেশ উইমেন ৬ উইকেটে জয়ী
২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন খাদিজা তুল কুবরা। তার অফস্পিনে নাটকীয় ধসের কবলে পড়া পাকিস্তানকে কক্সবাজারে একমাত্র ওয়ানডেতে বাংলাদেশ হারিয়েছে সহজেই।
টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান একসময় ৩ উইকেটে ছিল ৭৬ রানে, এরপর ১৮ রান তুলতেই তারা হারিয়েছে ৭ উইকেট। আয়েশা জাফর, মুনিবা আলি, জাভেরিয়া খান- পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই শুধু ছুঁয়েছেন দুই অঙ্ক। এই তিনজনের উইকেটেও আছে খাদিজার অবদান, নিজে দুইটি নিয়েছেন, একটি ক্যাচ ধরেছেন।
এরপর পাকিস্তান ব্যাটসম্যানদের রানের সুযোগ কমিয়ে এনেছেন বাংলাদেশ বোলাররা। চাপে পড়ে ধস নেমেছে তাদের ইনিংসে। একপ্রান্তে টিকে ছিলেন জাভেরিয়া, ৪৬ বলে ২৯ রান করে তিনি ফিরতি ক্যাচ দিয়েছেন খাদিজাকে। সিদরা নওয়াজকে লতা মন্ডলের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূরণ করেছেন খাদিজা। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে এটাই ইনিংসে প্রথম পাঁচ উইকেট। নাসরা সান্ধুর উইকেট খাদিজার ৬ষ্ঠ।
কিপটে বোলিং করেছেন প্রায় সবাই। রুমানা আহমেদ ৮ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান, নিয়েছেন ২ উইকেট। ১১ রানে ১ উইকেট নিয়েছেন লতা, ১৯ রানে একটি নিয়েছেন জাহানারা আলম।
ব্যাটিংয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে অবশ্য কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। ৬ রানেই ফিরেছিলেন দুই ওপেনার- আয়েশা রহমান ও শারমিন আখতার। ফারজানা হক ও রুমানার তৃতীয় উইকেট জুটিতে উড়ে গেছে সব চাপ, দুজন মিলে যোগ করেছেন ৮১ রান। একই রানে প্রথমে ৩৪ রান করে ফিরেছেন রুমান, তাকে ফারজানা অনুসরণ করেছেন ৪৮ রান করে।
১২৬ বল বাকি থাকতেই জিতে গেছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের শেষটা হলো জয় দিয়েই।