আশরাফুলকে দলে নিল চিটাগং
পাঁচ বছর আগে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তাই বিপিএলেও খেলা হয়নি মোহাম্মদ আশরাফুলের। এই বছর উঠে গেছে তার নিষেধাজ্ঞা। বিপিএলের ষষ্ঠ আসরে আশরাফুলকে দলে নিয়েছেন চিটাগং ভাইকিংস। তাকে কেনা হয়েছে ১৮ লাখ টাকায়।
নিলামের দ্বিতীয় দফায় চিটাগং আরও কিনেছে নাঈম হাসান, রবিউল হক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানকা। কুমিল্লা ভিক্টোরিয়ানস কিনেছে জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরা। খুলনা টাইটানস নিয়েছে শুভাশীষ রয়, জুনায়েদ সিদ্দিকি, জহির খান, শেরফেন রাদারফোর্ড।
সিলেট কিনেছে নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফানকে। রংপুর রাইডার্স নিয়েছে নাহিদুল ইসলাম , নাদিফ চৌধুরী, রবি বোপারা, রাইলি রুশোকে। রাজশাহী কিংস নিয়েছে মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, ইসিরু উদানা ও লরি ইভান্সকে। ঢাকা ডায়নামাইটস কিনেছে কাজি অনিক, মিজানুর রহমান, অ্যান্ড্রু বির্চ ও ইয়ান বেলকে।