• " />

     

    এক ওভারে ৪৩ রান দিয়ে আলাউদ্দিনকে 'মুক্তি' দিলেন লুডিক

    এক ওভারে ৪৩ রান দিয়ে আলাউদ্দিনকে 'মুক্তি' দিলেন লুডিক    

    পাঁচ বছর ধরে অনাকাঙ্ক্ষিত সেই রেকর্ডটা বয়ে বেড়াচ্ছিলেন বাংলাদেশের আলাউদ্দিন বাবু। লিস্ট এ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন তিনিই। উইলেম লুডিক শেষ পর্যন্ত তাকে ‘মুক্তি’ দিলেন। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ফোর্ড ট্রফিতে এক ওভারে ৪৩ রান দিয়েছেন লুডিক। লিস্ট এ ক্রিকেটে এক ওভারে এটাই সর্বোচ্চ রান।

    ফোর্ড ট্রফির ফাইনালে হ্যামিল্টনে মুখোমুখি হয়েছিল নর্দান ডিসট্রিক্টস ও সেন্ট্রাল ডিসট্রিক্টস। নর্দানের দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন লুডিকের শেষ ওভারে চালিয়েছেন তান্ডব। ৯ ওভারে ৪২ রান দিয়েছিলেন লুডিক। নিজের শেষ ওভারের প্রথম বলে তাকে চার মারেন হ্যাম্পটন। পরের দুই নো বলে মেরেছেন দুই ছয়। পরের বলে আবারো ছয়। তৃতীয় বলে নেন এক রান।

    স্ট্রাইকে এসে ওভারের শেষ তিন বলে কার্টার মেরেছেন তিন ছয়। সব মিলিয়ে লুডিকের ওভারে এসেছে ৪৩ রান। লিস্ট এতে এখন পর্যন্ত এক ওভারে এটাই সবচেয়ে বেশি রান। শেষ পর্যন্ত নর্দান ডিসট্রিক্টস করে ৩১৩ রান। কার্টার করেছেন ১০২ রান, হ্যাম্পটনের রান ৯৫ রান। ম্যাচটি নর্দান ডিসট্রিক্টস জেতে ২৫ রানে।

    ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুরে আবাহনীর হয়ে খেলতে নেমে শেখ জামালের বিপক্ষে এক ওভারে ৩৯ রান দিয়েছিলেন আলাউদ্দিন। আলাউদ্দিনের ওপর তান্ডব চালিয়েছিলেন জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা। সেই ওভারে চিগাম্বুরা মেরেছিলেন চারটি ছক্কা ও তিনটি চার।