• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    চট্টগ্রামে ব্যাটিং অনুশীলনে ফিরলেন চনমনে সাকিব

    চট্টগ্রামে ব্যাটিং অনুশীলনে ফিরলেন চনমনে সাকিব    

    সকালে চট্টগ্রাম এসে পৌঁছেছে বাংলাদেশ, দুপুরেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু করে দিল অনুশীলন। কিন্তু ইতিউতি তাকিয়েও যার জন্য অপেক্ষা, তাঁকে চোখে পড়ল না। সাকিব আল হাসান চোট কাটিয়ে আবার ফিরেছেন মাঠে, তার চেয়েও বড় কথা দেশের মাটিতে প্রায় বছরখানেক পর টেস্ট খেলার অপেক্ষায়। খানিক পরেই চোখে পড়ল, ধোপদুরস্ত সাকিব আল হাসান মাহমুদউল্লাহর ঠিক পর ঢুকলেন ড্রেসিংরুমে। বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে সরাসরি চলে এসেছেন মাঠে, মিনিট দশেকের মধ্যে নেমে গেছেন ব্যাট হাতে অনুশীলনেও। প্রায় ৪৫ মিনিট ব্যাট করেছেন প্রথম দিন, অনেক দিন বাদে পুরোদস্তুর নেট অনুশীলন হিসেব করলে খারাপ নয় মোটেও। আর কোচ স্টিভ রোডস তো পরে বললেনই, সাকিবকে ফিরে পাওয়াটা দলের জন্য বড় একটা প্রাপ্তি।

    প্রাপ্তির বদলে আসলে উপহারই বলা উচিত। এই টেস্টে সাকিব খেলতে পারেন, সেটা এক মাস আগেও মনে হচ্ছিল মোটামুটি অভাবনীয় কিছু। আঙুলের ব্যথায় অস্ট্রেলিয়া গেছেন, অস্ত্রোপচার করালে ছিটকে যেতেন লম্বা সময়ের জন্য। শেষ পর্যন্ত তা হয়নি, তবে অন্তত ডিসেম্বরের আগে মাঠে ফেরাটা বোধ হয় বাংলাদেশ দলের সবচেয়ে বড় শুভাকাঙ্খীও আশা করেননি। বরং তামিমেরই ফেরার কথা ছিল আগে। অথচ তামিমই হুট করে ছিটকে গেলেন, আর সাকিব আবার ফিরতে যাচ্ছেন অধিনায়ক হয়ে।

     

     

    অবশ্য এখনই যে খেলছেন, সেটা শতভাগ নিশ্চয়তা দেওয়ার উপায় নেই। আজ মাত্র পেস বোলিং অনুশীলন শুরু করেছেন, মোস্তাফিজকেও নেটে বলছিলেন, ‘আস্তে করিস’। মোস্তাফিজ গতি কমিয়েই করেছেন, অন্য নেট পেসারদেরও সামলেছেন। শুরুতে শুধু রক্ষণ করছিলেন, পরের দিকে বেশ কিছু শটও খেলেছেন। এর পর আবার মিরাজসহ নেটে স্পিনারদের সামলেছেন, কয়েকটা স্লগে বুঝিয়ে দিয়েছেন খুব বেশি মরচে ধরেনি তাঁর ব্যাটে। মিরপুরে গত সপ্তাহে হালকা নেট অনুশীলন করলেও সত্যিকারের নেট আজই হলো।

    অনুশীলনের পর সাকিব অবশ্য নিজের অবস্থা নিয়ে কিছু বলেননি, তবে হাবভাব বলে দিচ্ছিল দারুণ ফুরফুরে আছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে অনেক সময় নিয়ে ছবি তুললেন, সেটাও মিনিট পাঁচেক হবে। অল্প কিছুক্ষণ বোলিংও করেছেন, যদিও বোলিং নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

     

    অনুশীলন শেষে কোচ স্টিভ রোডসও বলছিলেন, সাকিবকে পাওয়াটা দলের জন্য বড় একটা স্বস্তি, ‘ওকে ফিরে পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে।  সাকিব অবশ্যই একজন ওস্তাদ ট্যাকটিশিয়ান। রিয়াদও অধিনায়ক হিসেবে মিরপুরে ভালো করেছে, কিন্তু সাকিবের মতো কারও বুদ্ধিমত্তা আর ট্যাকটিকাল ভাবনাটা আমাদের সাফল্যের বড় একটা অনুষঙ্গ। আমরা ওকে দুই হাত বাড়িয়েই স্বাগত জানাচ্ছি। আজ নেটে ও ৪৫ মিনিট ধরে ব্যাট করেছে। আমার তো সবকিছু বেশ ভালো মনে হচ্ছে।’