'ইমরুলকে 'সৌভাগ্যবান' বলাটা ওর প্রতি অবিচার'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ জনের দল ঘোষণার পরেই সবচেয়ে বড় প্রশ্ন, লিটন দাস বাদ পড়লেও ইমরুল কায়েস টিকে যান কীভাবে?
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আর সহ নির্বাচক হাবিবুল বাশার নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কাল। মিনহাজুল যেমন বলেছেন, ইমরুলকে এখনো লম্বা সংস্করণের জন্য বেশি উপযোগী বলে বিবেচনা করছেন। কিন্তু তারপরও ইমরুল কি কিছুটা ভাগ্যবান? এমন প্রশ্নে আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্টিভ রোডস একটু বিব্রতই হয়ে পড়লেন। বললেন, এই প্রশ্নের উত্তর দিলেন না রোডস।
ইমরুলকে অবশ্য সৌভাগ্যবান না বলার কোনো কারণ নেই। সর্বশেষ ২০ টেস্ট ইনিংসে যার কোনো ফিফটি নেই, তাঁর দলে টিকে থাকাটাই তো একটা বিস্ময়। এই টেস্টে তামিম ফিট থাকলে ইমরুলকে হয়তো বসে থাকতে হতো, কিন্তু তারপরও তিনি সুযোগ পেয়েছেন।
তবে কোচ মনে করছেন, ইমরুলকে ‘সৌভাগ্যবান’ বলাটা অবিচার হয়ে যাবে, ‘আমার মনে হয় এই প্রশ্নটা ওর প্রতি অবিচার। আমি এটার উত্তর দেব না। ফিফটি না পেলে সেটা তো আপনার ওপর একটু প্রভাব ফেলবেই। আপনার আত্মবিশ্বাসেও এটা প্রভাব ফেলবে। ও সাদা বলে এতো ভালো করছে, কিন্তু লাল বলে আসলেই সেটা হচ্ছে না। সিলেটের দ্বিতীয় ইনিংসটা দেখুন, লিটন ও ইমরুল একটা ফিফটি জুটি গড়েছি। তখন তো মনে হচ্ছিল তারা লাল বলের ক্রিকেটে কী করতে হবে সেটা জানে। কিন্তু কাজটাও করতে হবে। আমি নিশ্চিত, আপনি ক্রিজে যত বেশি সময় কাটাবেন আপনার আত্মবিশ্বাস ততই বাড়তে পারবে।’
কিন্তু ওপেনিং জুটিতে বাংলাদেশের সমস্যা তো কাটছেই না। গত এক বছরে কোনো সেঞ্চুরি জুটি নেই, তামিম না থাকায় সেই সমস্যা আরও প্রকট মনে হচ্ছে। রোডসও সেটা মানছেন, ‘আমি যেটা বলছি আমাদের আরও একজন আছে। যেভাবে চেয়েছিলাম আমাদের টপ অর্ডার সেভাবেভগালো করতে পারছে না। এটা হয়। সব সময় তো আপনি রান করতে পারবেন না। ইমরুলই বড় একটা উদাহরণ। সে ওয়ানডেতে এত ভালো ফর্মে, কিন্তু লাল বলে সেটা করতে পারছে না। আমি আমার ব্যাটসম্যানদের নিয়ে আশাবাদী, এবং টস করতে নামলে আমরা আশা করি সেটা দেখতে পাব।’