হোল্ডারকে ছাড়াও প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ
অধিনায়কত্ব অবশ্য নতুন নয় তার কাছে। এর আগেও দুই টেস্টে জ্যাসন হোল্ডারের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ভারত সফরেও রাজকোট টেস্টে ছিলেন অধিনায়ক, বাংলাদেশ সফরেও দায়িত্ব তার কাঁধে। হোল্ডারকে মিস করলেও তাকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ভাল করবে বলে বিশ্বাস তার।
চট্টগ্রামে প্রথম টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র। তিনদিনের ম্যাচ হলে আরও ভাল হতে পারতো মনে করলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ব্র্যাথওয়েট, “ভারতের মতোই কন্ডিশন। প্রধান বিষয়গুলির একটি হচ্ছে, এটা প্রায় একই। আমাদের মূল বিষয়গুলো ঠিকঠাক রাখলেই চলবে।”
উইকেটও ধীরগতিরই আশা করছেন তিনি, “আমরা এমনই আশা করেছিলাম। এটা অনেক ধীরগতির ছিল, বাংলাদেশে তো এমনই পাবেন।”
ব্র্যাথওয়েট প্রস্তুত স্পিনের মুখোমুখি হতেও, “সেটা আমাদের প্রত্যাশার বাইরে না। এটা সহজ না, তবে আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বাংলাদেশ ঘরে দারুণ দল।”
ভারত সফরে ব্যাটিংয়ে সময়টা মোটেও ভাল যায়নি ব্র্যাথওয়েটের। চার ইনিংসে করেছেন ২, ১০, ১৪ ও ০। বাংলাদেশে অবশ্য ইতিবাচকই থাকতে চান, “দলের জন্য একটা ভিত গড়ে দেওয়া আমার কাজ। ব্যাটসম্যান হিসেবে ইতিবাচক থাকা, সেখানে গিয়ে উপভোগ করা।”