ওয়ানডের সেরা দশে মুস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বল হাতে ভালো ফর্মে আছেন তিনি। সেই সিরিজের পর এশিয়া কাপেও নিয়মিত উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে দুই উইকেট নিলেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকে গেছেন তিনি। একধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে আছেন মুস্তাফিজ।
এশিয়া কাপে পাঁচ ম্যাচে মুস্তাফিজ নিয়েছিলেন ১০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওয়ানডেতে নিয়েছিলেন দুই উইকেট। র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ফিজের অবস্থান এখন দশে। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। ৮৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রীত বুমরাহ।
ওয়ানডেতে ব্যাটসম্যানদের সেরা দশে নেই কোনো বাংলাদেশি। একধাপ পিছিয়ে ১৪তম স্থানে আছেন তামিম ইকবাল, তাঁর রেটিং পয়েন্ট ৭০৭। মুশফিকুর রহিম আছেন ১৬ম স্থানে, রেটিং পয়েন্ট ৭০০। ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি।
অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানেই আছেন সাকিব আল হাসান, তাঁর রেটিং পয়েন্ট ৩৩২। ৩৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান।