• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচ পোথাস

    বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচ পোথাস    

     

    ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা গত সেপ্টেম্বরেই দিয়েছিলেন স্টুয়ার্ট ল’। তখন বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরেই দলকে বিদায় বলবেন তিনি। তবে ভারতের সাথে সিরিজ শেষে আর দলের সাথে থাকেননি ল’। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাই অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে ক্যারিবিয়ানদের ফিল্ডিং কোচ নিক পোথাসকে।

    এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং কোচের দায়িত্ব পান পোথাস। কাউন্টি ক্লাব মিডলসেক্সের কোচ হওয়ার জন্য লয়ের বিদায়ের পর আপাতত তাকেই হেড কোচের দায়িত্ব দিচ্ছে বোর্ড, জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস, ‘দলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিকই কোচের দায়িত্ব পালন করবেন। আমরাই চাই তাঁর অধীনে বাংলাদেশ সিরিজে দল ভালো পারফর্ম করুক।’

    হেড কোচের দায়িত্ব পেয়ে পোথাস বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা কঠিন হবে, ‘ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। বাংলাদেশে সিরিজটা খুব চ্যালেঞ্জিং হবে। আমরা এই চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত।’

    আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।