• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    মুশফিকের বড় লাফ, ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মিরাজ

    মুশফিকের বড় লাফ, ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মিরাজ    

     

    ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ২১৯ রানের দুর্দান্ত এক ইনিংস। সেই ইনিংসের সুবাদেই টেস্টে নিজের ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম। পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৮ নম্বর স্থানে উঠে এসেছেন মুশফিক। বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ, এগিয়ে এসেছেন তাইজুল ইসলামও।

    ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক ছিলেন ২৩ নম্বর স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। ১৮ নম্বর স্থানে থাকা মুশফিকের রেটিং পয়েন্ট ৬৩২। এর আগে তাঁর ক্যারিয়ারসেরা র‍্যাংকিং ছিল ২১, যা এসেছিল গত বছরের জুলাইয়ে।

    মুশফিকের মতো ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছেন মিরাজ। ঢাকা টেস্টে তিনি নিয়েছিলেন আট উইকেট। ৭ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে এখন আছেন ২৮ তম স্থানে, রেটিং পয়েন্ট ৫৮০। তাঁর ঠিক ওপরেই আছেন তাইজুল, তিন ধাপ এগিয়ে তিনি আছেন ২৭ তম স্থানে, তাঁর রেটিং পয়েন্ট ৫৯৫। মিরপুরে তাইজুল নিয়েছিলেন ৭ উইকেট, হয়েছেন সিরিজ সেরাও। তাইজুলের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং হচ্ছে ২৬।

    টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৪০৩। ৪০০ পয়েন্ট নিয়ে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতের রবীন্দ্র জাদেজা।