বিসিবি সভাপতি বিশ্বাস করেন মাশরাফি খেলবে
আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনি মনোনয়নপত্র কেনার পর থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। মাশরাফি কি তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন না? এই আগুনে ঘি ঢেলেছিলেন খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। গত সপ্তাহে মাশরাফির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। তবে এসিসির সভাপতি হয়ে পাকিস্তান থেকে দেশে ফেরার পর নাজমুল হাসান বলেছেন, মাশরাফি ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন।
৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে ১৪ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা করবেন না দেশের হয়ে সিরিজ খেলবেন? মাশরাফির থাকা না থাকা নিয়ে তাই সন্দেহটা বেশ কয়েক সপ্তাহ ধরেই।
নাজমুল হাসান সংশয় জানালেও সেদিন মাহমুদউল্লাহ বলেছিলেন, মাশরাফির না খেলার কোনো কারণ দেখছেন না তিনি। এবার নাজমুল হাসান জানালেন, মাশরাফি নিজেই তাকে খেলার ব্যাপারে জানিয়েছেন, ‘আমার জানামতে এবং ওর সঙ্গেও আমার যে কথা হয়েছে, ওর যখন খেলা থাকে ও খেলবে। মাশরাফির কাছে এখনো অগ্রাধিকার হচ্ছে ক্রিকেট এবং আমাদের কাছেও। আর আগে থেকে এই যে আমি বলে দিচ্ছি, এটা যে হুবহু হবে এমন তো ঠিক নেই। ও নিজেও বলছে হয়ত খেলবে। আবার ওইসময় হয়ত খেলতে পারল না একটা ম্যাচ। তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফি সবগুলো ম্যাচ খেলবে। ওর যে কটা খেলা আছে, সেই কটা ম্যাচেই খেলবে। এটা হলো আমাদের ইচ্ছা এবং বিশ্বাস। তারপর কি হয় সামনে দেখা যাবে।’
মাশরাফি শেষ পর্যন্ত খেলেন কিনা, সেটা জানা যাবে অল্প কিছুদিনের মাঝেই।