• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    খেলার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন সাকিব!

    খেলার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন সাকিব!    


    ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক কথা বলবেন, বহু আগে থেকেই ক্রিকেটে তা অঘোষিত রীতি। সেই রীতি মেনে সাকিব আল হাসান যখন আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এলেন, কালকের ম্যাচে টস করা নিয়ে তাঁর সংশয় তখন থাকার কথা নয়। কিন্তু সাকিব সবাইকে চমকে দিয়ে বললেন, খেলবেন কি না সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না!

    এই টেস্টের দলে সাকিবের থাকাটাই অবশ্য একটু অভাবিত ছিল। আঙুলের চোট সংক্রমণ হয়ে যাওয়ার পর শুরুতে মনে হচ্ছিল, এই বছরেও বোধ হয় তাঁর মাঠে নামা হচ্ছে না। তবে সাকিব দ্রুতই সেরে উঠেছেন, গত সপ্তাহে দুই দিন হালকা অনুশীলনের পর টেস্ট দলে ফিরেছেন। এরপর চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন, চার দিন অনুশীলনও করেছেন। তবে নিজে এখনও গ্যারান্টি দিচ্ছেন না, তিনি টস করতে নামছেনই!

    অবশ্য সংবাদ সম্মেলনে প্রশ্নকর্তারও ওই সংশয় ছিল না। বরং টেস্টে ফেরার চাইতে ওয়ানডেত বা টি-টোয়েন্টিতে ফিরলে প্রস্তুতির জন্য ভালো হতো কি না, সেই প্রশ্নই ছিল। কিন্তু তখনই সাকিব চমকে দিয়ে বললেন, ‘সেটাতো অবশ্যই। ৫ দিন খেলাটা কতটা চ্যালেঞ্জের হবে এটা আমরা সবাই জানি। এই কারনে এখনো একটু হলে কনফিউশন ওই অবস্থানে আমি এখনো পৌঁছেছি কিনা। কারণ আমি মাত্র চারটি সেশন অনুশীলন করেছি। এর ভেতরে দুটি সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে।’ সেই অপেক্ষাটা নিজের জন্য কি না সেই প্রশ্ন করায় সাকিব আবার পরিষ্কার করে দিলেন, নিজের জন্যই এখনো অপেক্ষা করছেন।

    অবশ্য তার আগেই সাকিব বলেছেন, হাতের অবস্থা এখন ভালো। অনুশীলনে ব্যাটিংও করেছেন, যদিও দ্বিতীয় দিনে ক্যাচ ধরার ব্যাপারে একটু বেশিই সাবধানী ছিলেন। আজ সকালেও অনুশীলনের ফাঁকে নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে কথাও বললেন অনেকক্ষণ। সেটা কি নিজের একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা নিয়ে নাকি দলের পরিকল্পনা নিয়ে?

    উত্তরটা জানতে কাল সকালের টস পর্যন্ত অপেক্ষা করতেই হবে!