ওপেনিংয়ের 'মিউজিক্যাল চেয়ারে' ভরসা 'গাট ফিলিং'
বিকল্প ১: সর্বশেষ ২০ ইনিংসে কোনো টেস্ট ফিফটি নেই, সর্বশেষ সেঞ্চুরি সাড়ে তিন বছর আগে। টেস্ট গড় ২৫ এর একটু বেশি।
বিকল্প ২: সর্বশেষ টেস্ট খেলেছেন বছরখানেক আগে, সর্বশেষ ছয় টেস্ট ইনিংসে কোনো ফিফটি নেই। ১০ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত নেই কোনো সেঞ্চুরি।
বিকল্প ৩: এখন পর্যন্ত কোনো টেস্ট অভিষেক হয়নি, জাতীয় লিগে এই বছরে সবচেয়ে বেশি রান। প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে এসেছেন টেস্ট দলে।
এবার নামগুলো পর পর মিলিয়ে নিন। ইমরুল কায়েস, সৌম্য সরকার ও সাদমান ইসলাম। প্রথম টেস্টে কোন দুজন ওপেন করবেন, সেটা নিয়েই এখন প্রশ্ন।
এমনিতে ওপেনিং বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই গলার কাঁটা হয়ে আছে। সর্বশেষ ২৩ ইনিংসে বাংলাদেশের ওপেনিংয়ে কোনো শতরানের জুটি নেই। সর্বশেষ সেটি এসেছিল ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ ১০ ইনিংসে পঞ্চাশ ছাড়ানো জুটি মাত্র একটি। তামিম ইকবাল ফিরলে এই টেস্টে হয়তো একটু স্বস্তি পেত বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে যাওয়ায় সেই সমস্যা আরও বেড়েছে।
সর্বশেষ টেস্টে ওপেন করেছিলেন লিটন দাস ও ইমরুল কায়েস। দুজনই রান পাননি, তবে খড়গটা পড়েছে লিটনের ওপর। তুলনামূলক বেশি অভিজ্ঞ বলে আপাতত বেঁচে গেছেন ইমরুল। তবে দলে জায়গা পাওয়াটা নিশ্চিয় নয় তারপরও। বিশেষ করে শেষ মুহূর্তে সাদমানকে দলে নেওয়ার পর তা আরও বেড়েছে।
কাল ঐচ্ছিক অনুশীলনেই কোচ রোডসের সাথে বেশ কিছুক্ষণ কাজ করেছেন সাদমান। আজ সকালেও ব্যাট করেছেন, অন্যদিকে ইমরুল ও সৌম্যও ঝালিয়ে নিয়েছেন নেটে। সৌম্যর জায়গা পাওয়াটা মোটামুটি নিশ্চিত ধরে নেওয়া যায়। প্রস্তুতি ম্যাচে দাপুটে ফিফটিতে সেই দাবি আরও জোরালো করেছেন। তাহলে ইমরুল আর সাদমান, কার ভাগ্যে শিকে ছিঁড়বে?
সাকিব আজ সংবাদ সম্মেলনে আভাস দিলেন, অভিজ্ঞতার দিকেই ঝুঁকতে পারেন তারা, ‘দেখুন এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ প্লেয়ার তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ প্লেয়ার থাকলে অনেক বেশি হেল্পফুল হয়। তারপরও আমরা এখনও সিদ্ধান্ত নিইনি যে আমরা কোন ধরনের কম্বিনেশনে যাব। ’
তিনজনই খুব কাছাকাছি আছেন, আজ সংবাদ সম্মেলনে সেটিই বললেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত নিজেদের বিবেচনাবোধের ওপরেই আস্থা রাখতে চান, ‘ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটি টেস্ট ম্যাচে তেমন রান করেনি, ও ওয়ানডেতে ভালো ফর্মে ছিল, আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে। সাদমান প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য কামব্যাক করেছে ভালোভাবে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে। যারাই টিম সিলেক্ট করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু গাট ফিলিংয়ের মধ্যেই সিলেক্ট করতে হবে। একটু অনুমান করতেই হবে কে নির্দিষ্ট টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে।’
সেক্ষেত্রে হয়তো সৌম্যর সঙ্গে ইমরুল শেষ একটা সুযোগ পেতেই পারেন।