• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    অন্যরকম 'চ্যালেঞ্জের' অপেক্ষায় সাকিব-ব্রাথওয়েট

    অন্যরকম 'চ্যালেঞ্জের' অপেক্ষায় সাকিব-ব্রাথওয়েট    


    ‘চ্যালেঞ্জিং’ শব্দটা এখনকার বাংলাদেশের ক্রিকেটে অতি ব্যবহারে খানিকটা ক্লিশেই হয়ে গেছে। প্রতি সিরিজের আগেই অবধারিতভাবে বাংলাদেশ দলের অধিনায়ককে প্রশ্নটা শুনতে হয়। আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগের দিনও তার ব্যতিক্রম হলো না। তবে পার্থক্য হচ্ছে, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটও স্বীকার করলেন, এই সিরিজটা হবে অনেক বেশি ‘চ্যালেঞ্জিং।’

    বিভিন্ন কারণেই এই টেস্ট দুই দলকে সেই সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই জুন-জুলাইতেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টে একের পর এক বিনিদ্র রাত কেটেছিল বাংলাদেশের। ৪৩ রানে অলআউটের ওই দুঃস্বপ্ন এতো সহজে ভোলারও নয়। তবে এবার নিজেদের মাঠে যখন খেলা, সাকিবদের মাথায় কি ‘প্রতিশোধ’ শব্দটা একটু হলেও ঘুরছে না?

    সাকিব অবশ্য সেটা আমলে নিলেন না। র‍্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি, ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজে ধবলধোলাই করলে সেই ব্যবধান একদম কাছাকাছি চলে আসবে। সাকিবও সেটা জানেন, ‘আমাদের যেহেতু র‍্যাঙ্কিংয়ের পজিশনটাও খুব কাছাকাছি, সো স্বাভাবিক ভাবে ওরা যেমন ওদের হোমে ভালো করতে পেরেছে। আমাদেরও লক্ষ্য থাকবে আমরা ওইরকমই ভালো করি এখানে।’

    সাকিব অবশ্য শতভাগ নিশ্চিত, সেবারের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা এবার হবে অনেক বেশি, ‘আমরা জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টে খুব ভালো করি নি। উইন্ডিজদের সাথে এর থেকে বেশি চ্যালেঞ্জিং হবে, এইটুক আমি ১০০% নিশ্চিত। সেটা তিনটা দিকেই মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তবে আমরা এমন চ্যালেঞ্জ নিতে অভস্ত এটাও আমি মনে করি। ’

    সেজন্য সাকিব প্রথম ইনিংসে বড় স্কোরের ওপর জোর দিচ্ছেন, ‘অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো ব্যাটিং করার। টিম টোটালটা যেন ভালো অবস্থায় রাখতে পারি। হাইস্কোরিং ম্যাচ নাও হতে পারে। মোটামুটি উইকেটও হয় তাহলে তিনশো প্লাস রান করতে পারলে খুবই ভালো। আর যদি আরও ভালো ব্যাটিং উইকেট হয় ৪০০-৫০০ যদি  করা যায় বিশেষ করে প্রথম ইনিংসে। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে প্রথম ইনিংসে। সবাই চেষ্টা করবে বড় ইনিংস করার সেটা ব্যক্তিগত দিক থেকে হোক আর দলীয় দিক থেকে হোক।’

    ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রাথওয়েটও জানেন, এবার লড়াইটা হবে অন্যরকম। বাংলাদেশ অবশ্য নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কখনো টেস্টে হারাতে পারেনি। তারপরও এবার হুমকিটা বেশি বলেই মনে করছেন ব্রাথওয়েট, ‘আমার মনে হয় এবারের লড়াই হবে অন্যরকম। এখানে আমরা অনেক ম্যাচ জিতেছি, কিন্তু আমার মনে হয় এবার ওদের দলটা শক্তিশালী, বিশেষ করে স্পিনাররা অনেক বেশি ভালো করছে। আগের মতো হবেই না, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমাদের স্পিনার ও পেসারদের বিপক্ষে পরিকল্পনাটা কাজে লাগাতে হব। বল করার সময় শৃঙ্খলাটা ধরে রাখতে হবে। ওদের ব্যাটসম্যানরাও বিপজ্জনক হতে পারে। আমরা জানি কাজটা সহজ নয়, তবে আমরা তৈরি।’