মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে দাঁড়াতে দেননি বাংলাদেশের মিডল অর্ডারকে। তবে সেই ইনিংসের একটি ঘটনাই ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল জন্য দুর্ভাগ্য বয়ে আনল। ইমরুল কায়েসের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগানোয় সিরিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল।
প্রথম ইনিংসের অষ্টম ওভার। গ্যাব্রিয়েলের বলে রান নিতে গেলে ইমরুলের সাথে ধাক্কা লাগে গ্যাব্রিয়েলের। সাথে সাথেই আপত্তি জানান ইমরুল। আম্পায়াররাও এরপর কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও গ্যাব্রিয়েলের সাথে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ইচ্ছা করে ধাক্কা মারার ব্যাপারটা গ্যাব্রিয়েল স্বীকার করেছেন, ‘চাইলে গ্যাব্রিয়েল ওই ধাক্কাটা এড়াতে পারতেন। তিনি শুক্রবার সকালে নিজেই তাঁর অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিকভাবে তদন্তের কিংবা আপিলের দরকার নেই।’
এই ঘটনার জন্য গ্যাব্রিয়েল পেয়েছেন দুইটি ডিমেরিট পয়েন্ট, সাথে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাকে। গত বছরের এপ্রিলে জ্যামাইকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলে তিনি, দিতে হয়েছিল ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানা। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মাঝে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডেতে নিষিদ্ধ করা হবে। তাই মিরপুর টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল।
আগামী ২০১৯ সালের এপ্রিলের আগে যদি আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পান গ্যাব্রিয়েল, তাহলে আরও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।