• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    সাকিবের অবদানকে সম্মান জানাচ্ছেন রোডস

    সাকিবের অবদানকে সম্মান জানাচ্ছেন রোডস    

    ম্যাচ জয়ের উচ্ছ্বাস তখন সাকিব আল হাসানের চোখেমুখে। ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে রসিকতাও করলেন বিস্তর। এর মধ্যেই অবশ্য সাকিব বললেন, ব্যাট করতে নামার আগে বেশ নার্ভাস ছিলেন। একরকম প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে গেছেন, স্নায়ুচাপের সেটাও একটা কারণ। আজ চট্টগ্রামে হোটেল র‍্যাডিসনে প্যাভিলিয়নের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ কোচ স্টিভ রোডসও প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ককে।

    রোডস অবশ্য সাকিবের গুণমুগ্ধ আগে থেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট শুরুর আগেই বলেছিলেন, সাকিব তাঁর দেখা সেরা ট্যাকটিকিশিয়ানদের একজন। তখনও অবশ্য জানা ছিল না, সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই খেলবেন। ম্যাচের এক সপ্তাহ আগে হালকা নেট অনুশীলন দিয়ে শুরু, প্রস্তুতি ম্যাচেও খেলেননি। ম্যাচের চার দিন আগে পুরোপুরি নেটে ব্যাটিং শুরু করলেন, যা একটু ব্যাট করেছেন ওই চার দিনই।

    তবে মাঠে নেমেই সাকিব দেখিয়েছেন, কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। ব্যাট হাতে খুব বড় কিছু করতে পারেননি, তবে বল হাতে দুই ইনিংস মিলে ৫ উইকেট নিয়ে রেখেছেন বড় অবদান। এমনকি মিরাজের বলে অনেকটা দৌড়ে ওয়ারিকানের ক্যাচটাও ছিল ম্যাচের হিসেবে দারুণ গুরুত্বপূর্ণ। এসবকিছুর জন্যই রোডস সম্মান জানালেন তাঁকে, ‘আমি সাকিবকে সম্মান জানাতে চাই। তার চেষ্টা ছিল অসাধারণ। সে নেটে দুই তিনটা হিট করেছে। শারীরিকভাবে সে ঠিক অবস্থায় ছিল না। মানসিকভাবেও নয়। তবে সে অধিনায়ক হিসেবে মাঠেও ছিল অসাধারণ। সে আগেও বাংলাদেশের হয় অনেক বার তা প্রমাণ করেছে, আবারও করেছে। নিজের অধিনায়কত্ব কাজে লাগিয়েছে দারুণভাবে। দারুণ একজন ট্যাকটিশিয়ান সে।’

    প্রথম টেস্টের পর সাকিব নিজেই বলেছিলেন, পরের টেস্টে আরও বেশি ফিট হয়ে নামতে পারবেন। রোডসেরও তাই আশা, ‘আমি আশা করি, পরের টেস্টে সে আরও ফিট হয়ে নামতে পারবে। এই টেস্টে সে বেশ কিছু ওভার বল করেছে, সে এই ম্যাচ নাও খেলতে পারত। কিন্তু সে খেলেছে, এটা দলের জন্য অনেক ভালো একটা ব্যাপার।’

     

    স্টিভ রোডসের আরও কথা প্রকাশ করা হবে প্যাভিলিয়নে...