• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    'সৌম্যর সময় দরকার, ইমরুল কেন পারছে না বুঝতে পারছি না'

    'সৌম্যর সময় দরকার, ইমরুল কেন পারছে না বুঝতে পারছি না'    

    এই মুহূর্তের বাংলাদেশের টপ অর্ডারের সবচেয়ে নড়বড়ে তিনটি জায়গা কোনটি? খুব বেশি চিন্তা করার আগেই উত্তরটা পেয়ে যাবেন। ওপেনিংয়ে সৌম্য সরকার আর ইমরুল কায়েসের ওপর যে কোনো মুহূর্তেই নেমে আসতে পারে খড়গ। আর চারে মোহাম্মদ মিঠুন এখনও দলে জায়গা পাকা করার মতো কিছু করতে পারেননি। আজ চট্টগ্রামে হোটেল র‍্যাডিসনে কোচ স্টিভ রোডস কথা বললেন  তিন জনকে নিয়েই।

    সৌম্য সরকার গত বেশ কিছুদিন ব্যাট হাতে রান করে যাচ্ছেন এন্তার। একমাত্র ওয়ানডেতে সুযোগ পেয়ে করেছেন সেঞ্চুরি, তবে চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংস মিলে করেছেন ১১ রান। রোডস অবশ্য বলছেন, সৌম্যের খুব বেশি কিছু করার ছিল না, ‘সৌম্য প্রথম ইনিংসে খুব ভালো একটা বলে আউট হয়ে যায়। খুব বেশি ভুল সে করেনি। দ্বিতীয় ইনিংসে বড় ড্রাইভ করতে গিয়ে সে ক্যাচ তুলে দেয়। এটা হতে পারে। অনেক সময় থিতু হতেও একটু সময় দরকার।’

    তবে ইমরুল কায়েসের ফর্মটা আরও বেশি দুশ্চিন্তার। সর্বশেষ ২২ টেস্ট ইনিংসে কোনো ফিফটি নেই ইমরুলের। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৪৪ করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে ২ রান করে ফিরে গেছেন। রোডসও স্বীকার করলেন, ইমরুলের জন্য কাজটা কঠিন হয়ে পড়ছে, ‘সে একটু ভুগছে। এই ব্যাপারটা আমরা অবশ্যই নজর রাখছি। অন্য সবার মতো রান না পেলে সেও একটু হতাশায় ভোগে। সে আমাদের দলের একটা অংশ। আমরাও চাই সে ভালো করুক। ওয়ানডেতে সে দারুণ ফর্মে ছিল, সেজন্য টেস্টে ওর কী হয়েছে সেটা আমিও বুঝতে পারছি না।’

    সেই তুলনায় মোহাম্মদ মিঠুন কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন। অভিষেক টেস্টেই ফিফটি পেয়েছেন, চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে অবশ্য বিশের গন্ডি পেরুতে পারেননি। তবে দুই ইনিংসে যেভাবে উইকেট দিয়ে এসেছে তার জন্য কাঠগড়ায় তাঁকে দাঁড় করানো হতেই পারে। রোডস অবশ্য বললেন, মিঠুন এখনো শিখছেন, ‘সে সব সময় শিখছে। আমার মনে হয়েছে সে দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করছিল, সেখানে একটা নির্ভরতার ছাপ আছে। ওদের লেগ স্পিনারকে ভালোমতো সামলেছে, এটাও ভালো ব্যাপার। ওর ব্যাটিং দেখে আমার পরিণতবোধের ছাপ আছে মনে হয়েছে। এই মুহূর্তে সে আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার জন্য লড়ছে। তবে সে জানে তাকে পারফর্ম করে যেতে হবে।’