• " />

     

    রিভার প্লেট সমর্থকরা আমাদের মেরেই ফেলত: পেরেজ

    রিভার প্লেট সমর্থকরা আমাদের মেরেই ফেলত: পেরেজ    

     

    ফাইনাল খেলতে এসে চোখটাই হারাতে বসেছিলেন তিনি। রিভার প্লেটের সমর্থকদের হামলার সময় বাসের কাঁচ ভেঙে বোকা জুনিয়র্স অধিনায়ক পাবলো পেরেজের চোখে ঢুকে পড়েছিল । আহত অবস্থায় চোখে ব্যান্ডেজ বেঁধেও সেদিন খেলার জন্য মাঠে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ পিছিয়ে দেওয়া হয়েছে। পেরেজ বলছেন, সেদিন তাদের মেরেও ফেলতে পারত রিভার প্লেটের সমর্থকরা!

    স্টেডিয়ামে পৌঁছানোর আগেই হামলা হয়েছিল বোকা জুনিয়র্সের বাসে। পেরেজসহ আহত হয়েছিলেন অনেকেই। এরপরও খেলার জন্য এল মনুমেন্টাল স্টেডিয়ামে নেমেছিলেন তাঁরা। পেরেজ বলছেন, তাদেরকে বাধ্য করা হয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, ‘আমি তো খেলার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আমাদের চাপ দেওয়া হচ্ছিল। যদি খেলাটা হত আর আমরা জিতে যেতাম? তাহলে স্টেডিয়াম থেকে বের হতে পারতাম? সমর্থকরা তো পাগল হয়ে গিয়েছিল, তারা আমাদের মেরেই ফেলত!স্টেডিয়ামের গেট পর্যন্ত আমাদের ওপর হামলা করেছে সবাই। যখন অ্যাম্বুলেন্সে করে ফিরছিলাম, তখনও ইট মেরেছে। আমাদের তো আরও আহত করতে পারত তারা।’

    বাঁ চোখে ব্যান্ডেজ নিয়ে পেরেজের স্টেডিয়ামের ঢোকার ছবিটা নিয়ে আলোচনা হয়েছে অনেক। পেরেজ জানালেন চোখে আঘাত পাওয়ার সেই ভয়ংকর স্মৃতির কথা, ‘চারদিক দিয়ে শুধু কাঁচ আসছিল। এভাবেই চোখের ক্ষতি হয়েছে। খুবই লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে সেদিন। কেনো এরকম হলো সেটা এখনো বুঝতে পারছি না। একসাথে অনেক সমর্থক ছিল বাসের পাশে, এরপর হুট করেই ওসব শুরু হয়ে গেলো।’

    এরকম ঘটনা যেন ভবিষ্যতে কখনোই না ঘটে, এটাই প্রার্থনা পেরেজের, ‘এটা আর হতে পারে না। আমার চোখ যদি চলে যেত, সেটার ক্ষতিপূরণ কেউ দিত না। রিভার প্লেটের অন্য সমর্থকদের জন্য খারাপ লাগছে, তাঁরা তো কিছু করেননি। এটা সবার জন্যই দুঃখজনক ঘটনা, ফুটবলের জন্যও।’

    দুই দফায় পেছানোর পর এখনো ঠিক হয়নি ফাইনালের দ্বিতীয় লেগ কবে হবে। শেষ পর্যন্ত ফাইনালটি হবে কিনা, সে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।