ফেরা হলো না তামিমের, ছিটকে গেলেন ইমরুল
কব্জির চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পাঁজরের চোট আরও পিছিয়ে দিল তামিম ইকবালের ফেরা। চট্টগ্রামের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তাঁর। অন্যদিকে প্রথম টেস্টে পাওয়া ইনজুরির কারণে মিরপুর টেস্টে থাকছেন না ওপেনার ইমরুল কায়েসও। তামিম, ইমরুলকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের জন্য ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রামে খেলতে নেমে কাঁধে চোট পেয়েছিলেন ইমরুল। সেই চোটের কারণেই মিরপুরে খেলতে পারবেন না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ইমরুলের সেরে উঠতে আরও দিন দশের সময় দরকার। ইমরুল বাদে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা সবাই এই টেস্টে আছেন। মিরপুরে টেস্টে অভিষেক হতে পারে সাদমানের।
বাংলাদেশ দলঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।