• বিপিএল ২০১৯
  • " />

     

    স্মিথকে দলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

    স্মিথকে দলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স    

    কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফেসবুক পেজে সরাসরি কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে ছবির লোকটা যে স্টিভ স্মিথ, সেটা চিনতে ভুল হয় না। পরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, প্রথমবারের মতো বিপিএলে নাম লেখাচ্ছেন স্মিথ। প্রথম চার ম্যাচ পর থেকেই তাঁকে পাবে কুমিল্লা।

    বিপিএলের ড্রাফটে কুমিল্লা আট জন বিদেশীকে দলে নিয়েছিল। নিয়ম অনুযায়ী আরও একজনকে নাম লেখাতে পারত তারা। স্মিথকে নিয়ে সেই কোটা পূর্ণ করেছে কুমিল্লা। বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ স্মিথ এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের বাইরে আছেন। তাঁর আরেক নিষিদ্ধ সতীর্থ ডেভিড ওয়ার্নারকে এর মধ্যেই দলে নিয়েছে সিলেট সিক্সার্স। স্মিথ অবশ্য পাকিস্তানের শোয়েব মালিকের শুন্যস্থানই পূরণ করবেন। প্রথম চার ম্যাচ খেলার পর মালিক বিপিএল ছেড়ে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। ওই সময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে ব্যস্ত থাকবে পাকিস্তান। তাঁর জায়গা নেবেন স্মিথ।

     

    দেশি: তামিম ইকবাল (আইকন), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি , এনামুল হক বিজয় , মেহেদী হাসান , জিয়াউর রহমান , মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা।
    বিদেশি: শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড)।