কিপার মুশফিকের বিকল্প হিসেবেই আসছেন লিটন
![কিপার মুশফিকের বিকল্প হিসেবেই আসছেন লিটন](https://pavilion.com.bd/pavupload/post/11172/thumbnail/13574-1543473614119-ss.jpg)
অনুশীলনে বলটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগার সঙ্গে সঙ্গেই কাতরে উঠেছিলেন মুশফিকুর রহিম। এক্সরেতে অবশ্য হাড়ে কোনো চির ধরা পড়েনি তাঁর। তবে কাল রাত পর্যন্তও ব্যথা ছিল, সকালে অবশ্য অনুশীলন করেছেন। নেটে নক করেছেন বেশ কিছুক্ষণ, মুখেও কোনো দুশ্চিন্তার ছাপ দেখা যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুশফিকের বিকল্প হিসেবে ডেকে পাঠানো হচ্ছে লিটন দাসকে। মিরপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি যতদূর জানি মুশফিক ভাই খেলছেন। না খেলার মতো পরিস্থিতি হয়নি। তবে ব্যাকআপ হিসেবে ডেকে পাঠানো হচ্ছে লিটনকে।’ মুশফিক খেললেও কিপিং করতে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়। সেজন্যই বিসিএল থেকে ডেকে পাঠানো হয়েছে লিটনকে। সর্বশেষ গত জিম্বাবুয়ে সিরিজেই ওপেন করেছিলেন লিটন, দলে ছিলেন ব্যাটসম্যান হিসেবে। চার ইনিংসে রান করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন। তবে সাকিব আভাস দিলেন, লিটন দলে ফিরলে কিপার হিসেবেই ফিরবেন। সেক্ষেত্রে তাঁর জন্য ওপেনিং করাও কঠিন। তখন মিডল অর্ডারে খড়গটা নেমে আসতে পারে মোহাম্মদ মিঠুনের ওপর।
তবে এসবই অনুমান। আপাতত মুশফিকের খেলার সম্ভাবনাই বেশি। ৪ হাজার রানের চেয়ে মাত্র ৮ রান দূরে আছেন মুশফিক। এই টেস্টে সামনে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তামিম ইকবালের সবচেয়ে বেশি রানের রেকর্ডও। এই সুযোগটা নিশ্চয় হাতছাড়া করতে চাইবেন না !